শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

জার্মানির বিদায়, কোয়ার্টারে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৯ জুন, ২০২১, ১১:৫৫ পিএম | আপডেট : ৯:১০ পিএম, ৩০ জুন, ২০২১

ওয়েম্বলি স্টেডিয়ামে উৎসবে রাঙালো রাতটা। ঘরের দর্শকদের উল্লাসে মাতিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড। জার্মানিকে তারা হারিয়েছে ২-০ গোলে।

ডেকলান রাইস ও জন স্টোনসের যোগসাজশে রক্ষণ চিড়ে বল পেয়ে ২৫ গজ দূর থেকে ডান পায়ের শট নেন রহিম স্টার্লিং। গোলপোস্টের ডান দিকে ছুটে আসা বল বাঁ দিকে ঝাঁপিয়ে সেভ করেন মানুয়েল ন্যয়ার। পরের মিনিটে হ্যারি মাগুইরের হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

২৭ মিনিটে মাগুইরে আরেকটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন। পেনাল্টির স্থান থেকে তার হেড গোলবারের পাশ দিয়ে চলে যায়। ছয় মিনিট পর জার্মানি প্রথম সুযোগ পায়। কাইল হার্ভার্জের বাড়ানো বল লক্ষ্যের দিকে পাঠান টিমো বার্নার, কিন্তু জর্ডান পিকফোর্ড দুর্দান্ত সেভ করেন।

প্রথমার্ধের ইনজুরি সময়ে দ্বিতীয় মিনিটে হ্যারি কেন সুযোগ নষ্ট করেন। গোলমুখে শট নেওয়ার আগেই বল বিপদমুক্ত করেন ম্যাট হামেলস। বিরতি থেকে ফিরে ৪৯ মিনিটে হার্ভার্জের উঁচু শট দুর্দান্ত সেভে মাঠের বাইরে পাঠান পিকফোর্ড।

৭৫ মিনিটে গোলের দেখা পায় ইংল্যান্ড। গোলটি করেন স্টার্লিং। ছয় মিনিট পর তার দুর্বল পাস মাঝমাঠ থেকে কেড়ে নেন হার্ভার্জ, পাস বাড়ান মুলারের কাছে। কিন্তু বায়ার্ন তারকা গোলকিপারকে একা পেয়েও গোলপোস্টের বাইরে বল মারেন।

খেলা শেষ হওয়ার চার মিনিট আগে কেইনের চমৎকার হেডে ব্যবধান দ্বিগুণ করে ইংল্যান্ড।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন