শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যারিয়ার

হতে পারেন হোমিওপ্যাথিক চিকিৎসক

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নুরুল ইসলাম

আমাদের দেশে প্রচলিত রয়েছে বহুমুখী চিকিৎসা ব্যবস্থা। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে অ্যালোপ্যাথিক চিকিৎসা। এর পরেই যে চিকিৎসা ব্যবস্থা মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে তার নাম হোমিওপ্যাথি। এই চিকিৎসা ব্যবস্থায় খরচ তুলনামূলক কম এবং পদ্ধতিটাও অনেক সহজ হওয়াতে দিনে দিনে এর জনপ্রিয়তা আরো বাড়ছে। তাই এর মাধ্যমে মানবসেবার পাশাপাশি ক্যারিয়ার হিসেবেও এই চিকিৎসা পদ্ধতিকে বেছে নেয়া যায়। অপরদিকে এ পেশায় আসার জন্য খুব বেশি কাঠখড় পোড়াতে হয় না, যে কোনো বয়সেই শেখা যায় হোমিও বিদ্যা। চিকিৎসা পদ্ধতি সহজ হলেও মানুষের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করতে পারলে এখান থেকে ভালো আয় করা সম্ভব। বর্তমানে অনেককে অন্য কাজের পাশাপাশি পার্টটাইম হিসেবেও এই পেশাকে বেছে নিয়েছে।
পড়াশোনা : দেশের একমাত্র সরকারি হোমিওপ্যাথ মেডিক্যাল কলেজে বিএইচএমএস ইন হোমিও পড়ানো হয়। এটি ঢাকার মিরপুর ১৪ নম্বরে অবস্থিত। বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ হাসপাতালেও আছে পাঁচ বছর মেয়াদি ডিগ্রি কোর্সে পড়ার সুযোগ। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি অনুষদের অধীনে হোমিও কলেজে ও বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের অধিভুক্ত অনুমোদিত কলেজগুলোতে হোমিওপ্যাথির ওপর পড়াশোনার সুযোগ রয়েছে। দেশের বিভিন্ন জেলায় রয়েছে ৪৪টি বেসরকারি হোমিও কলেজ। এসব কলেজে ডিপ্লোমা কোর্সে পড়ার সুযোগ আছে।
ব্যাচেলর কোর্স : বিএইচএমএস (ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্সটি পাঁচ বছর মেয়াদি। এ কোর্সটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধীনে পরিচালিত হয়। কোর্স শেষে এক বছরের ইন্টার্নশিপ করতে হয়। ক্লাস হয় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। ভর্তির জন্য এইচএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে পাস হতে হবে। প্রথম এবং দ্বিতীয় বর্ষে পাঁচ বিষয়ে ১২০০ নম্বর, তৃতীয় বর্ষে পাঁচ বিষয়ে মোট ৯৫০ নম্বর, চতুর্থ বর্ষে পাঁচ বিষয়ে ১০৫০ নম্বর এবং শেষ বর্ষে ছয় বিষয়ে মোট ৯৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে।
পোস্ট ডিপ্লোমা ট্রেনিং ইন হোমিওপ্যাথ : বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আছে এই কোর্স করার সুযোগ। এ কোর্স করতে হলে ডিএইচএমএস পাস হতে হয়। কোর্সটির মেয়াদ এক বছর। সাতটি বিষয় পড়ানো হয়। এরপর হোমিও হাসপাতালে প্রশিক্ষণ নিতে হয়। সাধারণত বছরের জুলাই ও ডিসেম্বরে ভর্তি করা হয়। এক বছরে খরচ হয় প্রায় ২৫ হাজার টাকা।
ডিপ্লোমা কোর্স : ঢাকার বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের অধীনে পরিচালিত হয় ডিএইচএমএস (ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি) কোর্স। কোর্সটির মেয়াদ চার বছর। কোর্স শেষে ছয় মাসের ইন্টার্নশিপ করতে হয়। সাধারণ ছাত্রছাত্রীদের জন্য আছে দিবা শাখা এবং চাকরিজীবী, ব্যবসায়ী ও অন্যদের জন্য আছে নৈশ শাখা। দিবা শাখার ক্লাস হয় সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত। নৈশ শাখার ক্লাস হয় বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। এসএসসি পাস হলেই ভর্তি হওয়া যায় এ কোর্সে। তবে উচ্চতর শিক্ষা থাকলে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। চার বছরে মোট ২৫টি বিষয় পড়তে হবে। ভর্তির সময় জুলাই থেকে ডিসেম্বর। পরীক্ষার ফি নির্ধারণ করে দেয় হোমিওপ্যাথিক বোর্ড। চার বছরে মোট খরচ পড়বে কলেজভেদে ২৫ থেকে ৫০ হাজার টাকা।
কাজের ক্ষেত্র : সরকারি ও বেসরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এবং হাসপাতালে চাকরির পাশাপাশি বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক প্রকল্পে কাজের সুযোগ বয়েছে। এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ কোনো স্থানে নিজস্ব চেম্বার খুলে বসতে পারেন। এজন্য ডিপ্লোমা কোর্স শেষ করে হোমিও বোর্ড থেকে রেজিস্ট্রেশন নিতে হবে। ইচ্ছে করলে বাড়িতেও রোগী দেখতে পারেন।
আয় রোজগার : একজন হোমিও ডাক্তার প্রাথমিক অবস্থায় খুব সহজেই ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করতে পারে। পরিচিতি পেলে এ অঙ্কটা দিনে দিনে বাড়বে। চেম্বারে রোগী দেখার পাশাপাশি রাখতে পারেন হোমিও ওষুধ। ভালো মানের ওষুধ রাখতে হবে। তাতে বিক্রির পরিমাণ যেমন বাড়বে, তেমনি বাড়বে লাভের পরিমাণও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (28)
Mohasin Moral ২১ অক্টোবর, ২০২২, ৯:০০ এএম says : 0
হোমিওপ্যাথিক & প্রামেটিকাল এর মধ্যে ডিফারেন্স কি??? আমি এই বছর অনার্স শেষ আমি হোমিওপ্যাথিক কোর্স করতে চাচ্ছি।।
Total Reply(0)
মো.পারভেজ উদ্দীন ১০ জুন, ২০১৮, ৩:০৭ এএম says : 2
চট্রগ্রামে কোথায় হোমিওপ্যাথিক এর শর্ট কোর্স করানো হয়।দয়া করে জানাবেন
Total Reply(1)
Obaidul hoque ৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৬ পিএম says : 0
Sort gola bondor chattogram
আরিফ ৩ এপ্রিল, ২০১৯, ৭:৫৪ পিএম says : 5
আমার ডিএইচএমএস রেজিষ্ট্রেশন করা, আমি চেম্বার জন্য নিজেকে আরও দক্ষতা বাড়াতে চাই। দয়া করে আমার উপকার করবে।
Total Reply(0)
উজ্জল ৮ মে, ২০১৯, ২:২১ পিএম says : 2
আমি কি ডিপ্লোমা পাশ করার পর হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করতে পারবো।দয়া করে যানাবেন।
Total Reply(0)
ফাহিম ২১ মে, ২০১৯, ৮:২৪ পিএম says : 1
কখন কিভাবে হোমিও মেডিকেল কলেজে ভর্তি হওয়া যায়
Total Reply(0)
MST TASMIA ISLAM ২৩ সেপ্টেম্বর, ২০১৯, ৩:০১ পিএম says : 1
আমিও ভর্তি হতে চাই।।। সরকারি টাতে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?SSC পাশের সন কত হতে হবে?
Total Reply(0)
মো:জয়নাল আবেদিন ৮ ডিসেম্বর, ২০১৯, ১১:৫৭ এএম says : 1
আমি হোমিওপ্যাথিক কলেজে ভতি হতে চাই
Total Reply(0)
Biplob ray ৩১ জানুয়ারি, ২০২০, ১১:৫৩ পিএম says : 1
আমি জেএসসি পাশ করেছি,এখন আমি কি,হোমিওপ্যাথি কোর্স করতে পারবো?দয়া করে এক্টু জানাবেন হোমিওপ্যাথি
Total Reply(0)
Biplob ray ৩১ জানুয়ারি, ২০২০, ১১:৫৩ পিএম says : 2
আমি জেএসসি পাশ করেছি,এখন আমি কি,হোমিওপ্যাথি কোর্স করতে পারবো?দয়া করে এক্টু জানাবেন হোমিওপ্যাথি
Total Reply(0)
Biplob ray ৩১ জানুয়ারি, ২০২০, ১১:৫৩ পিএম says : 2
আমি জেএসসি পাশ করেছি,এখন আমি কি,হোমিওপ্যাথি কোর্স করতে পারবো?দয়া করে এক্টু জানাবেন হোমিওপ্যাথি
Total Reply(0)
Biplob ray ৩১ জানুয়ারি, ২০২০, ১১:৫৪ পিএম says : 1
আমি ভর্তি হতে চাই
Total Reply(0)
Md:mijanur rahoman ৫ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৪২ এএম says : 1
আমি Ssc are Hsc GPA 8.10 গ্রুপ কমার্স আমি কি কোর্স ভর্তি হতে পারব?
Total Reply(0)
আজাদ আত্তার আহমাদ ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ৬:৩২ এএম says : 1
আমি SSC পাস করেছি, বর্তমানে HSC পরীক্ষার্থী। আমার প্রশ্ন এখন আমি ডিএইচএমএস ও বিএইচএমএস কোর্সটি করতে পারবো কি? উভয় কোর্স করতে কত বছর সময় লাগবে ও ভর্তি তথ্য জানালে উপকার হয়
Total Reply(0)
মোঃ আবু সাইদ চৌধূরী ৯ এপ্রিল, ২০২০, ৯:৪৩ পিএম says : 0
আমার বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলাই আমি হোমিওপ্যাথিতে নওগাঁর আশে শটকোর্স করতে চাই বিস্তারিত জানাবেন কোথায় কি ভাবে করতে পারি
Total Reply(0)
জাবেদ ১৩ এপ্রিল, ২০২০, ৯:২৬ পিএম says : 0
আমি হোমিও শিখতে চাই কম সময়ে কিভাবে আর যাত্রাবাড়ি খোদাই পাওয়া যাবে
Total Reply(0)
nipu aktar ১৪ জুন, ২০২০, ৩:১২ পিএম says : 0
ami hamio medikele class karte chai anlane
Total Reply(0)
Arab Ali mallik ২৯ জুন, ২০২০, ১০:৩১ এএম says : 0
Ali homeopathy course karti chai h.s pass(arts)
Total Reply(0)
Hafizur Rahman pias ৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:০২ এএম says : 0
আমি সরকারি কলেজে ভর্তি হতে চাই
Total Reply(0)
Md pervej mosharof ৯ সেপ্টেম্বর, ২০২০, ৩:২১ পিএম says : 0
আমি এসএসসি পাশ করেছি এখন কি সাধারণ ডক্টরের কাছ থেকে কিছু প্রশিক্ষণ নিতে পারবো?
Total Reply(0)
এস,এন,অধিকারী ২৪ সেপ্টেম্বর, ২০২০, ৬:২৩ পিএম says : 0
আমি ডাকযোগে হোমিপাথী পড়াশোনা করতে পারি।আমার চিকিতসা করার ইছা আছে আমি সাটিফিকেট পেতে পারি
Total Reply(0)
md.shariful alom ১৪ অক্টোবর, ২০২০, ১:০৪ পিএম says : 0
আমি শিখতে চাই
Total Reply(0)
md.shariful alom ১৪ অক্টোবর, ২০২০, ১:০৪ পিএম says : 0
আমি শিখতে চাই
Total Reply(0)
Md Mosharaf Hossen ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১:৫৩ পিএম says : 0
আমি এসএসসি বিজ্ঞান, এইচএসসি ব্যবসায় শিক্ষা, এবং বিএসএস করে শিক্ষকতা পেশায় আছি।আমি হোমিওপ্যাথিক করে পার্টটাইম করতে চাই।অল্প সময়ে কিভাবে সার্টিফিকেট অর্জন এবং শিক্ষা লাভ করতে পারি।
Total Reply(0)
Md Mosharaf Hossen ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১:৫৪ পিএম says : 0
আমি এসএসসি বিজ্ঞান, এইচএসসি ব্যবসায় শিক্ষা, এবং বিএসএস করে শিক্ষকতা পেশায় আছি।আমি হোমিওপ্যাথিক করে পার্টটাইম করতে চাি।অল্প সময়ে কিভাবে সার্টিফিকেট অর্জন এবং শিক্ষা লাভ করতে পারি।
Total Reply(0)
Habiba ৮ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩৩ পিএম says : 0
মানবিক থেকে কি হোমিওপ্যাথি কোর্স করা যায়?
Total Reply(0)
রনজিত কুমার মিস্ত্রী ৩০ আগস্ট, ২০২২, ২:২০ এএম says : 0
আমি বাংলাদেশ টেকনোলজি ফাউন্ডেশন সাতক্ষীরা থেকে ১৪ তম ব্যাজে ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক প্যারামেডিকেল পাশ করেছি। আমি এখন চিকিৎসা সেবা দিতে পারবো কিনা? যদি পারি তবে পদবী কি লিখবো? 1)Integrated physician; 2)Complementary phychian, Integrated Medicine, 4)Complementary
Total Reply(0)
Mohasin Moral ২১ অক্টোবর, ২০২২, ৯:০০ এএম says : 0
হোমিওপ্যাথিক & প্রামেটিকাল এর মধ্যে ডিফারেন্স কি??? আমি এই বছর অনার্স শেষ আমি হোমিওপ্যাথিক কোর্স করতে চাচ্ছি।।
Total Reply(0)
Mohasin Moral ২১ অক্টোবর, ২০২২, ৯:০২ এএম says : 0
হোমিওপ্যাথিক & প্রামেটিকাল এর মধ্যে ডিফারেন্স কি??? আমি এই বছর অনার্স শেষ আমি হোমিওপ্যাথিক কোর্স করতে চাচ্ছি।।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন