বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

লকডাউনেও খোলা হাইকোর্টের তিন ভার্চুয়াল বেঞ্চে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ জুন, ২০২১, ১১:৪৫ পিএম

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতিতে সরকার ঘোষিত লকডাউনের মধ্যে সীমিত পরিসরে হাইকোর্টের তিনটি ভার্চুয়াল বেঞ্চে বিচার কার্যক্রম চলবে। গতকাল বুধবার এ সিদ্ধান্তের কথা জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিট, মোশন ও অর্থ সংক্রান্ত তিনটি পৃথক বেঞ্চ ভার্চুয়ালি চলবে।

আজ (বৃহস্পতিবার) ১ জুলাই থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এভাবেই আগামী ৭ দিন চলবে বিচার কার্যক্রম। এসব আদালতে অতিব জরুরি বিষয় ছাড়া অন্য কিছু শুনানি হবে না। এর আগে আজ সকাল ৬টা থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন