বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘আমি প্রেগন্যান্ট না’ বললেন নোবেলের স্ত্রী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ১১:১৪ এএম

দেশের সংগীত অঙ্গনের এক বিতর্কিত নাম মাইনুল আহসান নোবেল। একটা বিতর্ক শেষ হতে না হতেই নতুন কিছু বিতর্কে জড়িয়ে পড়েন সারেগামাপা খ্যাত এই গায়ক। গত সোমবার (২৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে নোবেল লেখেন—‘আলহামদুলিল্লাহ। হয়তো আমরা মা-বাবা হতে চলেছি। আমি এবং আমার সহধর্মিণীর জন্য দোয়া করবেন।’

একদিন পরই বুধবার (৩০ জুন) তার স্ত্রী সালসাবিল মাহমুদ ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তার মাধ্যমে স্পষ্ট করে জানালেন, নোবেলের এই ঘোষণা মিথ্যা। এ বিষয়ে নোবেলের সঙ্গে তার কোনও কথা হয়নি। এমনকি এমন খবর ছড়ানোর কারণটাও জানাতে পারেননি সালসাবিল।

নোবেলের স্ত্রী সালসাবিল বলেন, ‘আমার বন্ধুরা আমাকে নোবেলের স্ট‌্যাটাসের স্ক্রিন শট ইনবক্সে দেয়। সেখানে জানতে পারি, নোবেল বাবা হতে চলেছে, আমি নাকি মা হতে চলেছি। কিন্তু আমি প্রেগন‌্যান্ট না। এরপর এ বিষয়ে কথা বলতে নোবেলের সঙ্গে অনেকবার যোগাযোগের চেষ্টা করি। কিন্তু ব্যর্থ হই। কারণ ওর ফোনে কানেকশন পাচ্ছিলাম না। এদিকে আমার পরিবার, আত্মীয়-স্বজন ফোনে অভিনন্দন জানাচ্ছেন।’

তিনি আরও বলেন, ‘এটা কী নতুন কোনো গানের পাবলিসিটির জন্য করেছে, না অন‌্য কিছু; আমি সত‌্যি তা জানি না। মাতৃত্ব খুব স্পর্শকাতর একটি বিষয়। তা নিয়ে কোনো কিছুর স্টান্টবাজি করাটা এক ধরনের অপরাধ। নোবেল আমার কাছের মানুষ। তারপরও যদি এই বিষয় নিয়ে এমন কাজ করে থাকে, তবে আমি লজ্জিত। পুরো ব্যাপারটি নিয়ে আমি খুবই লজ্জিত।’

নোবেলের স্ত্রীর ফেসবুক লাইভ লিংক 

উল্লেখ্য, সোশ‌্যাল মিডিয়ার সূত্রে নোবেল-সালসাবিলের পরিচয়। পরবর্তীতে তা রূপ নেয় প্রেমের সম্পর্কে। আড়াই মাস সম্পর্কে থাকার পর ২০১৯ সালের ১৫ নভেম্বর বিয়ে করেন তারা। অনেকটা গোপনেই সারেন এই বিয়ে। বিয়ের প্রায় সাত মাস পর এই খবর প্রকাশ্যে আসে। বর্তমানে দুজন দুই বাসায় থাকছেন।

ক্যারিয়ারের শুরু থেকে নিজের কোনো গান প্রকাশ হওয়ার আগে বিতর্কিত মন্তব্য করে আলোচনায় থাকেন ২০১৯ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সারেগামাপা’-তে অংশ নিয়ে আলোচনায় আসা নোবেল। সম্প্রতি দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার পাশাপাশি সাংবাদিককে হুমকি দিয়ে সাধারণ মানুষের কাছে খুব অপছন্দের মানুষ হয়ে উঠেছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন