শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

হাতিয়ায় র‌্যালি ও মানববন্ধন

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

হাতিয়া (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা

দ্বীপ উপজেলা হাতিয়ায় গতকাল শনিবার সকাল ১০টায় “আর নয় অবহেলা, এবার হোক হাতিয়া জেলা” প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলা আদালত ভবনের সামনে থেকে হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের উদ্যোগে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলা বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক এডভোকেট ফজলে আজিম তুহিন বলেন, অন্তত কুড়িটি জেলা রয়েছে যার গঠন কালের আয়তন, জনসংখ্যা সম্পদ ও সম্ভাবনা হাতিয়ার চাইতে দুর্বল অবকাঠামো ও দিয়ে শুরু হয়। কৃষি, মৎস্য ও পর্যটন সম্ভাবনার আগামীর বাংলাদেশে হাতিয়া সমৃৃদ্ধশালী এক প্রাচীন জনপদ। মহকুমার মর্যাদা থেকে বঞ্চিত দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হাতিয়া এখন জেলার দাবীদার। এসময় উপস্থিত ছিলেন জেলা বাস্তবায়ন পরিষদে যুগ্ম আহবায়ক -ফাহিম উদ্দিন, নাহিদুজ্জামান, মাহমুদুল হাছান মেশকাত, আকরাম উদ্দিন ও রিয়াজ উদ্দিন প্রমুখ। বক্তারা পর্যায়ক্রমে আরো কঠোর কর্মসূচীর মাধ্যমে হাতিয়াকে জেলার দাবীর যৌক্তিকতা তুলে ধরবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন