শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

মহানগর

স্বাস্থ্যবিধি নিশ্চিতে দক্ষিণ সিটির অভিযান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৬:৫১ পিএম

চলমান করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ঘোষিত কঠোর লকডাউন যথাযথভাবে পালন ও স্বাস্থ্যবিধি পরিপালন তদারকিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে আজ (বৃহস্পতিবার) দক্ষিণ সিটি কর্পোরেশনের ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে গুলিস্তান, সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত, ধানমণ্ডি, জিগাতলা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইরফান উদ্দিন আহমেদ। এ সময় তিনি নীলক্ষেত মোড়ের সামনে মাস্ক পরিধান না করা এবং সুনির্দিষ্ট কারণ ব্যতীত ঘুরে বেড়ানোর জন্য মোস্তাক মিয়া নামের এক ব্যক্তিকে ২০০ টাকা জরিমানা করেন। দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় তাকে এই জরিমানা করা হয়।

এছাড়াও সরকার ঘোষিত বিধিনিষেধ মেনে চলার জন্য এ সময় মাইকিং করা হয়।

অভিযান প্রসঙ্গে ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরফান উদ্দিন আহমেদ বলেন, ‘আজকে যে সকল জায়গায় আমরা অভিযান পরিচালনা করেছি, সেসব এলাকায় রাস্তাঘাটে লোকজনকে ঘোরাঘুরি করতে দেখা যায়নি এবং অনুমোদিত দোকানপাট ছাড়া অন্যান্য দোকান ও মার্কেট বন্ধ পেয়েছি। সার্বিকভাবে বলা যায়, লোকজন সরকার ঘোষিত কঠোর লকডাউনের বিধি নিষেধ মেনে চলছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন