শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

মার্কেটিং বিভাগ ও এজেন্সির নির্দেশনায় এখন নাটক নির্মিত হয়-সালাউদ্দিন লাভলু

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ১২:০৬ এএম

আগে নির্মাতারা কাজের স্বাধীনতা পেতেন। এখন সেই সুযোগ নেই। নাটক চলে গেছে টিভি চ্যানেলের মার্কেটিং বিভাগ ও এজেন্সির কাছে। তাদের নির্দেশনা অনুযায়ী নাটকের জন্য শিল্পী নিতে হয়। এছাড়া বাজেটও আগের তুলনায় কম। এসব কারণে অনেক সময় ভালো নাটক নির্মান সম্ভব হয় না। নাটকের মান নিয়ে কথাগুলো বলেছেন নির্মাতা ও অভিনেতা সালাউদ্দিন লাভলু। তিনি নাটকের ইউটিউব ভিউ নিয়ে বলেন, ভিউ দরকার আছে। তবে ভিউ মানে ভাল নাটক এমন মনে করার কারণ নেই। অনেক সময় চটুল গল্পের নাটকের ভিউও অনেক হয়। ফলে ভিউয়ের জন্য নাটকের মান নষ্ট করা যাবে না। গল্প এবং চরিত্র যে অভিনেতা-অভিনেত্রীকে ডিমান্ড করে তাকে নিয়ে নাটক করাই ভালো। লকডাউনে নাটকের শুটিং চলবে কিনা এ প্রসঙ্গে লাভলু বলেন, লকডাউন কেমন হবে তার ওপর নির্ভর করছে নাটকের শুটিং। যদি গার্মেন্টসসহ অন্য সেক্টর গুলো সীমিত আকারে খোলা থাকে তাহলে অনুমতি সাপেক্ষে আমরা শুটিং করবো। এই সময়টা আমাদের শিল্পীদের কাজের সময়। এছাড়া ঈদের জন্য অনেক প্রযোজক বিনিয়োগ করে রেখেছেন। কাজ শেষ করতে না পারলে সবাই ক্ষতির মুখে পড়বে। এদিকে লাভলু ঈদের জন্য ‘পরগাছা’ নামে একটি নাটকের শুটিং শেষ করেছেন। লকডাউনে শুটিং বন্ধের ঘোষণা না এলে ঈদের জন্য আরকেটি নাটক পরিচালনা করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন