বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

শুক্র-শনি দু’দিনে দেশে আসছে ৪৫ লাখ ডোজ টিকা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ জুলাই, ২০২১, ৮:৫২ পিএম

কাল শুক্রবার ও পরের দিন শনিবারে দেশে আসছে মর্ডানা এবং সিনোফার্মের ৪৫ লাখ ডোজ করোনার ভ্যাকসিন। শুক্রবার রাতে মডার্না ও সিনোফার্মের দুটি টিকাই দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবারেও এই দুটি টিকা আসবে বলেও জানিয়েছেন তিনি। দুই দিনে মডার্নার আসবে ২৫ লাখ টিকা ও সিনোফার্মের আসবে ২০ লাখ টিকা। শুক্রবার ও শনিবার মোট ৪৫ লাখ টিকা আসবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মডার্নার ১২ লাখ টিকার প্রথম চালান পৌঁছবে। পরদিন শনিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মর্ডানার ১৩ লাখ টিকার দ্বিতীয় চালান দেশে পৌঁছাবে। এ দু’দিনে সেখান থেকে আসবে ২৫ লাখ ডোজ টিকা। এছাড়া শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের ১১ লাখ ডোজ টিকার প্রথম চালান দেশে আসবে। এর পরদিন শনিবার ভোর পাঁচটার দিকে সিনোফার্মের ৯ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে।

মডার্না ও সিনোফার্মের টিকা গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন