শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বিনা কারণে ঘোরাঘুরি : খুলনায় ৩৮ জনকে জরিমানা

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ৫:২৬ পিএম

বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করায় খুলনায় ৩৮ জনকে ১৮ হাজার ৬৫০ টাকা জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত মহানগর ও জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযানে তাদের জরিমানা করা হয়। এসকল ঘটনায় ৩৮ টি মামলা দায়ের হয়েছে।

জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, দেশব্যাপী করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ১ জুলাই থেকে সারাদেশে কঠোর বিধি-নিষেধ আরোপিত হয়। সমগ্র দেশের ন্যায় খুলনাতেও সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিতকল্পে আজ শুক্রবার সকাল থেকে লকডাউনের ২য় দিনে মহানগরে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলায় স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-গণের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মহানগরী ও উপজেলায় স্বাস্থ্যবিধি প্রতিপালন ও কঠোর বিধি নিষেধ নিশ্চিতকরণে বিকাল ৪ টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে ৩৮টি মামলায় ৩৮ জনকে ১৮ হাজার ৬৫০টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসারসহ সকল সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Md Younus Ali ৩ জুলাই, ২০২১, ৬:৩৮ এএম says : 0
সরকারকে সাধুবাদ জানাচ্ছি একারণে যে,লক ডাউন কার্যকর পর্যায়ে রয়েছে। গরীব মানুষদের মাঝে খাবার বিতরন করা উচিত বলে আমি মনে করি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন