মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ছাতকে অগ্নিকান্ডে তিনটি বসতঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২১, ৬:২৩ পিএম

সুনামগঞ্জের ছাতকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডে তিনটি বসতঘর পুড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের বড় পলিরগাঁও গ্রামের মকবুল আলী, সাদ্দেক আলী, রাজু মিয়া'র বসত ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

জানা যায়, মধ্যরাতে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটলে বসত ঘরে ঘুমিয়ে থাকা লোকজনরা দ্রুত বের হন। এতে পরিবারের সদস্যরা প্রাণে রক্ষা পায়। মুহূর্তের মধ্যে তিনটি টিনশেডের ঘরে আগুনের লেলিহান ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ছাতক ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় লোকজনের সহায়তায় ঘন্টাখানেক পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে তিনটি ঘর, আসবাবপত্রসহ সব পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন