নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের সোনাউল্লাহ্র চরে শুক্রবার সাড়ে ১২টার দিকে মিশুক চাপায় তন্ময় (৭) নামক এক শিশু নিহত হয়েছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোনাউল্লাহ্র চরের বজলু মিয়ার পুত্র তন্ময় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ীর সামনে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী মিশুক তাকে চাপা দিলে সে মারাত্মক আহত হয়। স্থানীয় লোকজন তন্ময়কে মূমুর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিশুকটি আটক করা গেলেও চালক মুন্না পালিয়ে গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়না তদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন