শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কলেজছাত্রীকে ফাঁদে ফেলে প্রতারণা

বগুড়া ব্যুরো : | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ১২:০০ এএম

বগুড়ায় এক কলেজছাত্রীকে অনলাইনে প্রেমের ফাঁদে ফেলে ইমোতে অন্তরঙ্গ মুহূর্তের ছবি স্ক্রিনশট রেখে প্রতারণা করার অভিযোগে ২ বখাটেকে গ্রেফতার করেছে র‌্যাব।

তারা হলো- বগুড়া সদরের কালিবালা উত্তরপাড়ার শেরেকুল প্রামানিকের ছেলে শামীম প্রামানিক সোহান ও গাবতলীর মধ্য কাতুলির জাহিদুল প্রামানিকের ছেলে সিরাজুল প্রামানিক। গত বৃহস্পতিবার তাদের গ্রেফতার করে গতকাল শুক্রবার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। এরআগে ওই কলেজছাত্রীর বাবা বগুড়া সদর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন। র‌্যাব -১২ বগুড়া ক্যাম্পের প্রেস রিলিজে জানান, গ্রেফতারের পর আসামিরা নিজেদের দোষ স্বীকার করেন। তারা পরিল্পিতভাবে ওই কলেজছাত্রীর সাথে সম্পর্ক স্থাপন করে।

পরে তারা ইমোতে ইমোশনাল মুহূর্তের কিছু ছবির স্ক্রিনশর্ট সেভ করে। এরপর তারা সে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে ৩৭ হাজার টাকার গহনা হাতিয়ে নেয়। তাতেও সন্তষ্ট না হয়ে তারা তাকে শারীরীক সম্পর্ক স্থাপনের কুপ্রস্তাব দিতে থাকে। ফলে বাধ্য হয়ে কলেজছাত্রী ঘটনাটি তার বাবাকে জানায়। পরে তার বাবা বগুড়া ১২ ক্যাম্পের দ্বারস্থ হলে র‌্যাব সদস্যরা অভিযুক্তদের গ্রেফতার করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন