শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শিক্ষার্থীদের টিকা দিয়েই স্কুল-কলেজ খুলতে চায় সরকার: সংসদে প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ২:২২ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ৮০ ভাগকে মানুষকে করোনার টিকা আওতায় আনা হবে। শনিবার (৩ জুলাই) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সংসদ নেতার সমাপনী ভাষণে সরকারপ্রধান এ মন্তব্য করেন। স্বাস্থ্যঝুঁকি থাকা সত্ত্বেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে যারা দাবি তুলেছেন, তাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষার্থীদের টিকা দিয়েই স্কুল-কলেজ খুলতে চায় সরকার।

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। গৃহহীনদের জন্য ঘর নির্মাণ প্রকল্পের অনুকূলে আরও ১ হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে। আমরা আরও ১ লাখ ঘর তৈরি করে দিচ্ছি।

তিনি বলেন, ২০২০ সালে মুজিববর্ষ থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত আমরা সময় নিয়েছি। এই সময়ের মধ্যে আমরা চাই, বাংলাদেশের প্রতিটি গৃহহীন-ভূমিহীন মানুষ ঘর পাবে, ঠিকানা পাবে। বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন হবে।

বিচারপতি নিয়োগ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিএনপির আমলে ভুয়া সার্টিফিকেট দিয়েও বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। বিচারব্যবস্থার যত উন্নয়ন সব আওয়ামী লীগের সময় হয়েছে। বিএনপি সরকারের সময় এক ছাত্রদল নেতার ঘাড়ে হাত রেখে আলোচনা করে বিচারপতির রায় দেওয়ার ঘটনাও ঘটেছে। এছাড়াও ভোট চুরির সুযোগ তৈরির জন্য প্রধান বিচারপতির মেয়াদ বাড়িয়ে তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার বিষয়টিও করেছিল বিএনপি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
ম নাছিরউদ্দীন শাহ ৩ জুলাই, ২০২১, ৪:৩৭ পিএম says : 0
শিক্ষা প্রতিষ্টান জাতির মেরুদন্ড শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন অগ্রগতি কল্পনা করা য়ায় না। বাংলাদেশের শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্টানের জড়িত লক্ষ লক্ষ শিক্ষকেরা ভয়াবহ অভাবে মাঝে। শিক্ষার্থীদের মেধা যোগ্যতা ভাইরাসের আক্রান্ত মৃত্যুর চায়তেই বেশী মনে হচ্ছে বিভিন্ন ভাবে। এটি বাংলাদেশের সমস্যা নয়। পৃথিবীব‍্যাপি মহামারী ভাইরাসের কঠিন সমস্যা।পাশ্ববর্তী ভারতের সহ সকল দেশের শিক্ষা প্রতিষ্টান বন্ধ।যেখানেই খুলেছেন ছাত্ররা আক্রান্ত মৃত্যু খবর অভিবাবকরা উদ্বিগ্ন থেকেছেন ভাইরাসের কারণেই। সকল শিক্ষার্থীদের টিকি প্রাপ্তির পর শিক্ষা প্রতিষ্টান খুলবেন। রাষ্ট্রের নির্বাহী প্রধানের ঘোষণা এটির যুগান্তকারী প্রচারণা এবং শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা রাষ্ট্রের প্রশংসনীয় সিদ্ধান্ত এটি শিক্ষা প্রতিষ্টান ও শিক্ষক ছাত্র অভিবাবকরাদের জানাতে প্রয়োজনীয় প্রচন্ড প্রচারণা কোথায়?? হাজার হাজার কোটি টাকার টিকা ক্রয় করছে সরকার আটার কোটি মানুষ টিকা দিবেন বিনামুল্যে। ছাত্রছাত্রীদের বিনামুল্যে টিকা দিবেন সকল মানুষ টিকার কার্যক্রমের আওতায় আসবে একদিন। বাংলাদেশের ইতিহাসে এতবড় মানবজাতির কল‍্যানে মানুষের নিরাপত্তার জন্যে বিশালাকার বাজেট কখনো হয়নি। সরকারের কর্মসূচি মানবিক কর্মসূচি প্রচন্ড প্রচারণা জনগণের জানমালের স্বার্থের কাজ গুলো মানুষের মাঝে যেভাবেই পৌঁছনোর কথা সরকারের গঠন মুলক কর্মসূচি চিন্তার অভাবের কারণে ভাল শতভাগ উদ্যোগ বিশালসংখ্যক জনকল্যাণের কাজেও মানুষের সমর্থন পাচ্ছেনা। এটি অত্যন্ত দুঃখজনক। লকডাউন কার স্বার্থে? লক্ষকোটি প্রনোদনা কার স্বার্থে? হাজার হাজারো কোটি টাকার টিকা ক্রয় কার্যক্রম কার স্বার্থে?রাষ্ট্রের তিন বাহিনী অদৃশ্য ভাইরাসের মোকাবেলা করতে রাজপথে কার স্বার্থে? দেশের সকল ডাক্তার নার্সদের ত‍্যাগ জীবন উৎসর্গ কার স্বার্থে? সকল কিছুই বাংলাদেশের মানুষের জীবনেরস্বার্থগুলোর পরিপূর্ণ বিষয়। এখন মহামারী ভাইরাস আক্রান্ত মৃত্যুর সময়।এখন রাজনীতি করার সময় নই। এই শক্তিশালী কথাটি কে শুনাবে জাতিকে। এখন ঐক্যবদ্ধ জাতি হয়ে রাষ্ট্রের নির্বাহী প্রধান মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা করার উপযুক্ত সময়। এখন প্রত‍্যেকটি মানুষের কাছে আল্লাহর সাহায্য চাওয়ায় সময়। আল্লাহর কাছে তৌওবা ক্ষমা প্রার্থনার সময়।প্রতিদিন হাজারো আক্রান্ত দেড় শতাধিক মানুষের মৃত্যুর মিছিল হচ্ছে। মৃত্যু পরোয়ানা জীবাণুবাহিত অদৃশ্য ভাইরাস বাতাসে নাকের কাছাকাছি শ্বাস প্রশ্বাসে নিকটবর্তী হয়েই আছে। সবাইকে আক্রান্ত করছেনা। ভাইরাসের মালিকের আদেশই আক্রান্ত মৃত্যুর লিষ্টে ভারী হচ্ছে। মানুষের জন্যে জীবনের জন্যে নৈতিকতার জন্যে প্রত‍্যেক জাতির জন্যে। জমিনজুড়ে এর চায়তে বড় শিক্ষাকি হতে ??বাস্তবতা মানুষ ক্ষনিকের জন্যে মনে রাখে। মাননীয় প্রধানমন্ত্রী সকল শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের টিকা কর্মসূচিগুলো জাতীয় স্বার্থে প্রচারণা করার নির্দেশ দিন। শিক্ষা প্রতিষ্টান বন্ধ রেখে সরকার হাজারো ছাত্র শিক্ষকের আক্রান্ত ও মৃত্যু হতে হয়তো বাচিয়েছেন। বর্তমান পরিস্থিতি এবং বিশ্বের শিক্ষা প্রতিষ্টান কিছুদিনের খোলে দেওয়ার পর আক্রান্ত মৃত্যু রিপোর্ট আমেরিকা ইংল‍্যান্ডে ভয়াবহ সংবাদ ছিল। ইনশাআল্লাহ দেশের শিক্ষা প্রতিষ্টানে টিকা প্রাপ্তির উৎসব মুখর পরিবেশের মাঝে খুলবেন এবং সরকারের শিক্ষা কার্যক্রম এগিয়ে যাবে। আপনার শারীরিক সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি মহান আল্লাহর দরবারে। আমিন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন