শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কোটালীপাড়ায় ব্যবসায়ীকে ডেকে নিয়ে মারপিট করে টাকা ছিনতাই

কোটালীপাড়া(গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২১, ৭:৩২ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক ব্যবসায়ীকে ডেকে নিয়ে মারপিট করে টাকা ছিনতাই করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার রাতে উপজেলার কালারবাড়ি গ্রামে। এঘটনায় ভুক্তভোগী সওকত খানঁ বাদী দুই ছিনতাইকারীর বিরুদ্ধে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী সওকত খানঁ বলেন গতকাল রাতে মাছ বিক্রয়ের টাকা নিয়ে কোটালীপাড়া থেকে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিয়ে রাত ১০ টার দিকে কালারবাড়ি গ্রামে পৌছান। এসময় হঠাৎ করে একই গ্রামের জহির খানঁ তার মোবাইলফোনে কল করে কথা আছে বলে দাড়াতে বলেন। তখন সওকত খানঁ তাদের বাড়ির পাশের রাস্তায় দাড়ালে জহির খাঁন ও শাহাবুদ্দিন খাঁন সেখানে উপস্হিত হয়ে সওকত খানের কাছে একলক্ষ টাকা চাদাঁ দাবি করেন সওকত টাকা দিতে রাজি না হলে দুই ছিনতাইকারী তাকে বেদম মারপিট করতে শুরু করেন এসময় সওকত খানঁ আহত হয়ে পড়লে তার পকেট থেকে ২০ হাজার টাকা জহির খানঁ ও শাহাবুদ্দিন খানঁ ছিনতাই করে নিয়ে যায় এ সময় সওকত খানেঁর আর্তচিৎকারে পাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। সওকত খানঁ আহত অবস্হায় কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। এব্যাপারে জহির খানেঁর কাছে জানতে চাইলে তিনি বলেন হাতাহাতির ঘটনা ঘটেছে তবে কোন টাকা পয়সা ছিনতাই হয়নি। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই করিম মোল্লা জানান সওকত খানঁকে মারপিট করে টাকা নেওয়ার ঘটনায় একটি অভিযোগ করেছেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন