শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বামনায় দরিদ্র পরিবারে ফলদ গাছের চারা বিতরণ

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বামনা (বরগুনা) উপজেলা সংবাদদাতা : বরগুনার বামনায় স্বেচ্ছাসেবী পরিবেশ সংগঠন প্রটেক্ট এনভায়রনমেন্ট এডভার্স ক্লাইমেট চেঞ্জ (পিস)-এর উদ্যোগে ও লন্ডন প্রবাসী কাউন্সিলর শাহ মনোয়ার হোসেনের সহযোগিতায় দরিদ্র পরিবারের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বামনা উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা গতকাল শনিবার উপজেলার গুদিঘাটা সার্বজনীন সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ ফলদ গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। স্থানীয় ডৌয়াতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা, উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা, পরিবেশ সংগঠন পিস-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী ও উপকারভোগী উত্তম কুমার বিশ্বাস প্রমুখ। শেষে উপজেলার গুদিঘাটা গ্রামের ২০০ কৃষক পরিবারে ৮০০ ফলদ গাছের চারা ও টি-শার্ট বিতরণ করা হয়। উল্লেখ্য, স্বেচ্ছাসেবী পরিবেশ সংগঠন প্রটেক্ট এনভায়রনমেন্ট এডভার্স ক্লাইমেট চেঞ্জ (পিস) ২০০৮ সাল থেকে উপকূলীয় এলাকায় পরিবেশ সুরক্ষায় বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন