আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির জন্য প্রায় এক কোটি ১৯ লাখ গবাদি পশু প্রস্তুত রয়েছে। গত দুই ঈদে আমরা দেশের বাইরে থেকে পশু আসতে দিইনি। তাতে পশুর সংকট হয়নি। এ বছরও দেশে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে। দেশের বাইরে থেকে গবাদি পশু আসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। রোববার (৪ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ডিজিটাল হাটের উদ্বোধন অনুষ্ঠানে রাজধানীর বেইলি রোডের সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, সীমান্তেও আমরা যোগাযোগ করছি, যাতে চোরাই পথে বা অন্য কোনো পথে একটা পশুও দেশের ভেতর প্রবেশ করতে না পারে। দেশের খামারিদের কথা আমাদের মনে রাখতে হবে। তারা অনেক কষ্ট করে খামার তৈরি করেছেন, বিনিয়োগ করেছেন। তাদের পশু বিক্রি না হয়ে বাইরে থেকে আসবে, কোনভাবেই মেনে নেওয়া যায় না।
শ ম রেজাউল করিম বলেন, শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের প্রাণিসম্পদে অভাবনীয় সাফল্য এসেছে। দেশে এখন ৪১ কোটি ২২ লাখ ৪৪ হাজার গবাদি প্রাণী মজুদ আছে। এটা কেউ কল্পনাও করতে পারেনি। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা এবং সব প্রকার সহযোগিতার কারণে সরকারি-বেসরকারি খাতে এ অভাবনীয় উন্নয়ন হয়েছে।
দেশের প্রাণিসম্পদ খাতকে আরও সামনে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সবাই মিলে একত্রে কাজ করতে হবে। আমাদের দেশটা প্রাকৃতিক সম্পদে ভরপুর। আমাদের দেশে মাংস, দুধ ও ডিমসহ অন্যান্য প্রাণিজাত পণ্য যেভাবে উৎপাদন করা সম্ভব, পৃথিবীর অনেক দেশেই সেভাবে সম্ভব নয়। এসব পণ্য আমরা বিদেশে রফতানি শুরু করেছি।
ঢাকার বাইরে প্রতিটি পৌরসভা এবং গ্রোথ সেন্টারে আধুনিক স্লটার হাউস নির্মাণের পরিকল্পনার কথাও এ সময় জানান মন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, স্লটার হাউসে বিজ্ঞানসম্মত উপায়ে গরু জবাই হবে, যেখানে রক্ত বা বর্জ্যকে প্রক্রিয়াজাত করে ব্যবহার করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন