শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় মোবাইল উদ্ধার

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ৭:০১ পিএম

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে ৪৫টি চোরাই মোবাইল উদ্ধার করেছে। শনিবার দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর এলাকায় অভিযান চালায় বিজিবি সদস্যরা। রোববার দুপুরে ৫৯ বিজিবি’র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আমীর হোসেন মোল্লা জানান, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল শনিবার দিবাগত রাত ৩টার দিকে সীমান্ত পিলার ১৭৭/৩-এস হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের মশিউর রহমানের বাড়ির পেছন হতে ৪৫টি ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ফোন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য নয় লাখ এক হাজার টাকা। তিনি আরও জানান, সীমান্তে চোরাকারবারীদের তৎপরতা কমাতে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন