মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যেভাবে অদৃশ্য হয় ইসরাইলি সেনারা

হামলার শিকার ইসরাইলি কার্গো জাহাজ, অগ্নিকান্ড

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ১২:০২ এএম

ইসরাইলি মালিকানাধীন একটি কার্গো জাহাজ উত্তর ভারত মহাসাগরে হামলার শিকার হয়েছে। এতে জাহাজটিতে আগুন ধরে গেছে। জাহাজটি সউদী আরবের জেদ্দা থেকে ছেড়ে সংযুক্ত আরব আমিরাতের দিকে যাওয়ার পথে শনিবার হামলার শিকার হয় বলে এক খবরে জানায় জেরুজালেম পোস্ট। তবে কেউ এ হামলার দায় এখন পর্যন্ত স্বীকার করেনি। যদিও ইসরাইল বরাবরের মতোই এ হামলার জন্য ইরানকে দায়ী করেছে। এদিকে তেল আবিবের দাবি, কার্গো জাহাজটি ইসরাইলি মালিকানাধীন হলেও সেটিতে ইসরাইলের কোনো ক্রু ছিল না। ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে দেশটির ১২ নম্বর টিভি চ্যানেল জানিয়েছে, হামলায় জাহাজটির বড় ধরনের কোনো ক্ষতি বা কোনো ক্রু আহত হয়নি। অপর এক খবরে বলা হয়, এবার যুদ্ধের ময়দানে অদৃশ্য হতে পারবে ইসরাইলি সেনারা। কেননা সৈন্যদের অদৃশ্য করার নতুন প্রযুক্তি আবিষ্কার করেছে তারা। এমনিতেই অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির ক্ষেত্রে ইসরাইল অনন্য। এবার ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয় আর দেশটির একটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘পোলারিস সলিউশনস’ যৌথভাবে নতুন নকশার ক্যামফ্লেজ নেট তৈরি করেছে। এই ক্যামফ্লেজ নেট সৈন্যদের কার্যত অদৃশ্য করে ফেলবে বলে দাবি করা হচ্ছে। নেটটির নাম কিট ৩০০ শিট। এই ক্যামোফ্ল্যাজ নেট মাইক্রো ফাইবার, ধাতু ও পলিমারের সমন্বয়ে গঠিত, ‘থার্মাল ভিজ্যুয়াল ক্যামোফ্ল্যাজ’ বা ‘টিভিসি’ নামে একটি উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। তাদের দাবি, এই উপাদান দিয়ে তৈরি করার ফলে শুধু মানুষের খালি চোখে নয়, থার্মাল ক্যামেরাগুলোতেও ধরা পড়বে না সেনারা। এই ক্যামোফ্ল্যাজ নেট যদি কোনো সৈন্য শরীরে জড়িয়ে নেন, তাহলে তাকে পাথর ছাড়া কিছু মনে হবে না। দ‚র থেকে দ‚রবীণ নিয়ে লক্ষ্য করলেও ধরা পড়বে না সৈন্যের উপস্থিতি। এর জন্য ইমেজিং প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে। এমনকি নেটটিকে হাইপোথার্মিয়া কম্বল হিসেবেও ব্যবহার করা যাবে। এই ক্যামফ্লেজ নেটটির ওজন মাত্র ৫০০ গ্রামের মতো। ওজন কম হওয়ায় নেটটিকে সহজেই গুটিয়ে নিয়ে ঝুঁকিপূর্ণ যুদ্ধাঞ্চলে বহন করতে পারবে সৈন্যরা। তবে ওজনে হালকা এই নেটটি ২২৬ কেজিরও বেশি ওজন বহন করার মতো দৃঢ়। ক্যামফ্লেজ নেটটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এটার একপাশ জঙ্গলে এবং অন্যপাশ মরুভ‚মিতে ব্যবহার করা যাবে। জেরুজালেম পোস্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন