বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

উত্তপ্ত ইদলিবে শিশুসহ নিহত ৮

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ১২:০২ এএম

সিরিয়ার ইদলিবে রুশ সমর্থিত আসাদ বাহিনীর হামলায় শিশুসহ কমপক্ষে ৮ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। সেখানকার যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা জানায়, শনিবার ভারী কামান হামলায় তারা নিহত হন। গত মার্চের যুদ্ধবিরতি লঙ্ঘন করেই হামলা চালালো। শনিবার হঠাৎ করেই ফের উত্তপ্ত হয়ে ওঠে সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত অঞ্চল ইদলিব। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, জাবাল আল-জাভিয়া এলাকার বেশ কয়েকটি জায়গায় হামলা চালানো হয়। হামলায় ইবলিন গ্রামের একই পরিবারের পাঁচ সদস্য নিহত হন। দুই শিশু বালিয়ুন গ্রামের এবং আরেক শিশু বালশুয়ান গ্রামে সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় প্রাণ হারায়। সিরিয়ার উদ্ধারকারী হোয়াইট হেলমেটসের পক্ষও নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। এক টুইটবার্তায় একে ভয়াবহ হামলা উল্লেখ করেছে উদ্ধারকারী দল। গোলা হামলায় আরও ১৬ জন আহতের খবর পাওয়া গেছে। গত মার্চে ইদলিবে আন্তর্জাতিক যুদ্ধবিরতির পর হামলায় একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু। ইদলিব কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর। এখানে বেশ কয়েকটি বিদ্রোহী দল আধিপত্য বিস্তার করে আসছে। সিরিয়ায় ২০১১ সাল থেকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন