শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

করোনায় ক্ষতিগ্রস্ত ২৩০০ দরিদ্র পরিবারকে ত্রাণ সহায়তা দিল স্ট্যান্ডার্ড ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ৮:৩৪ পিএম

২৩তম বর্ষে পদার্পণ উপলক্ষে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড কোভিড ১৯- এ ক্ষতিগ্রস্ত দরিদ্রদের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করে চলেছে। গত শনিবার ব্যাংকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনলাইন প্লাটফর্মে এক দোয়া-মাহ্ফিলের মাধ্যমে যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরই ধারাবাহিকতায় স্ট্যান্ডার্ড ব্যাংক ১২ জুন থেকে একযোগে কোভিড ১৯- এ সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকার ২৩টি শাখা যথা কানসাট, রোহানপুর, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, গোবিন্দগঞ্জ, পীরগঞ্জ, নীলফামারী, আত্রাই, ফুলবাড়ি, সৈয়দপুর, হিলি, বানেশ^র, মহাদেবপুর, রামচন্দ্রপুর, নীমসার, নবাবগঞ্জ, আলমডাঙ্গা, পথেরহাট, গুনাগাড়ী, বেনাপোল, শাকপুরা, সুলতানপুর এবং নাঙ্গলমোড়া শাখার মাধ্যমে ত্রাণ সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। এই কার্যক্রমের আওতায় এ পর্যন্ত সর্বমোট ২৩০০ পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি লবণ, ৪ কেজি আলু এবং ১টি সাবান। শাখাসমূহের কর্মীবৃন্দ শাখাস্থ এলাকার স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় অভাবী পরিবার বাছাই করে স্বশরীরে সকল অভাবগ্রস্তের বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী পৌছে দিয়েছেন। রোববার (৪ জুলাই) ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন