আলেশা মার্ট এখন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর স্ট্যান্ডারাইজেশন (ওঝঙ ৯০০১:২০১৫) কর্তৃক সার্টিফায়েড! এরফলে সেবা প্রদানের আন্তর্জাতিক স্বীকৃতি পেলো আলেশা মার্ট। এক বিজ্ঞপ্তিতে তারা জানায়, বাংলাদেশের প্রথম সেবা সম্পন্ন আধুনিক প্রযুক্তির ই-কমার্স সাইট আলেশা মার্ট। যেখান থেকে ঘরে বসেই সহজে ও নিরাপদে অনলাইনে কেনাকাটা করতে পারবেন। বাংলাদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে এই প্রথম আলেশা মার্ট নিয়ে এসেছে ফিজিক্যাল কাস্টমার কেয়ার সেন্টার যা দেশের সকল বিভাগীয় ও গুরুত্বপূর্ণ শহরগুলোতে থাকবে। আলেশা মার্ট আরও দিচ্ছে অনলাইনে অর্ডারকৃত বাইক ডেলিভারির জন্য দেশের প্রথম ই-কমার্স বাইক ডেলিভারি পয়েন্ট। কাস্টমারদের চাহিদা পূরণে আলেশা মার্ট সংকল্পবদ্ধ। কাস্টমারদের যেকোনো প্রয়োজনে তারা সর্বক্ষণ পাশে আছে। আলেশা মার্ট বা এর পণ্য সম্পর্কে কোন জিজ্ঞাসা থাকলে ১৬৭৩১ হেল্পলাইন নম্বরে কল করে জেনে নিতে পারবেন রাতদিন ২৪ ঘণ্টা যেকোন সময়ে। -বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন