বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কাপাসিয়ায় সরকারি নির্দেশ অমান্য ও মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

কাপাসিয়া (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুলাই, ২০২১, ১১:৫০ পিএম

কাপাসিয়া উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে ৫ জনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।

৪ জুলাই রোববার বিকালে উপজেলা পরিষদের সামনেেথেকে শুরু করে রাওনাট ও রানীগঞ্জ বাজার সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন।

সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া ইয়াসমিন জানান, উপজেলা পরিষদের সামনে থেকে শুরু করে রাওনাট ও রানীগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ,স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও মাস্ক পরিধান না করাযর দায়ে ৫ জনের নিকট থেকে ৩ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন