বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহীর বাঘায় বড় ভাইয়ের হাসুয়ার আঘাতে ছোট ভাই গুরুতর আহত

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ৬:২৫ পিএম

রাজশাহী বাঘার কেশবপুর গ্রামে সোমবার দুপুরে বাড়ির বেড়া দেওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই গুরুতর আহত হয়েছে।

জানা যায়, উপজেলার কেশবপুর গ্রামের মৃত রমজান আলীর ছোট ছেলে নুরুল ইসলাম (৪০) বাঁশ দিয়ে নিজের বাড়ির বেড়া দিচ্ছিল। এ সময় তার বড় ভাই তোয়াজ্জেল হোসেন (৪২) বেড়া দিতে নিষেধ করে। এ নিয়ে দুই ভাইয়ে মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় ভাই ছোট ভাই এর ঘাড়ে ধারালো হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা বেগতিক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ বিষয়ে আহত নুরুল ইসলামের ছেলে রাজু আহম্মেদ বলেন, আমার বড় চাচা তোয়াজ্জেল হোসেন কারণে অকারণে আমাদের উপর নির্যাতন করে। এর প্রতিবাদ করলে মারধর করে। বাড়ির নিরাপত্তার জন্য বাঁশের বেড়া দেয়া হচ্ছিল। এ সময় অযথা তর্কে জড়িয়ে বাবার গলার নিচে ঘাড়ে ধারালো হাসুয়া দিয়ে কোপ মেরে আহত করেছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, এই বিষয়ে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেয়ে আইনী ব্যবস্থা নিব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন