বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী প্রশ্নোত্তর

আমি বিবাহিত, বিয়ে করেছি ২৪ বছর। আমাদের ২০ বছরের একটা ছেলে আছে। আমরা প্রায় ১০ বছর ধরে এক বাড়ীতে আলাদা ঘরে থাকি। ছেলে তার মায়ের কাছে ঘুমায়। কোন একটা কারনে এক সাথে থাকি না। এই ব্যপারটা আমার ও তার বড় ভাই, ভাবি, বোন জানে। আমি আমার বড় ভাই, ভাবিকে জানায়েছি, কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি। আমদের মধ্যে এক সাথে থাকা ছাড়া সংসারের যাবতীয় কাজ ও দায়িত্ব স্বাভাবিকভাবে চলছে। এখন তার সাথে কি আমার তালাক হয়ে গেছে? না হলে কি অবস্থায় আছে বা আমার করনীয় কি?

নাম প্রকাশে অনিচ্ছুক
ইমেইল থেকে

প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২১, ৭:৩৬ পিএম

উত্তর : যদি আপনারা বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে না থাকেন, তাহলে দীর্ঘদিন দৈহিক মিলন না হলেও সম্পর্কের কোনো ক্ষতি হবে না। যদি পরস্পরে সমঝোতার ভিত্তিতে আলাদা ঘরে কেউ থাকতে চায়, আর বসবাস একই সাথে, একই সংসারে করে, তাহলে এতে বিবাহ বন্ধনের কোনো ক্ষতি হয় না। তবে, আপনাদের এই দূরত্ব আবার একই সাথে বসবাসটি শরীয়তসম্মত কোনো কারণে না নিজেদের মধ্যকার কোনো কারণে তা না জেনে এই ধরণের জিন্দেগানীকে সমর্থন বা অসমর্থন কোনোটাই করা যাচ্ছে না। এ বিষয়টি আপনাদের নিজেদের ব্যাপার। তবে, স্বামী স্ত্রীর দৈহিক দূরত্ব বিয়ের জন্য কোনো ক্ষতির কারণ নয়।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন