বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কাশ্মীরে আবার কারফিউ

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কিশতবার শহরে কারফিউ জারি করা হয়েছে। রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের খাতায় চিহ্নিত তিনজনকে আটকের প্রেক্ষিতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টির আশঙ্কায় এ কারফিউ জারি করা হয়। গতকাল রোববার স্থানীয় প্রশাসনের তরফ থেকে কারফিউর বিষয়টি জানিয়ে দেওয়া হয়। প্রশাসনের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। সংবাদমাধ্যম জানায়, গত শনিবার রাতে কিশতবার শহর থেকে তিন ব্যক্তিকে আটকের পর সেখানে বিচ্ছিন্ন বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ প্রেক্ষিতে কারফিউ জারি করা হয়েছে। আটক তিনজনের মধ্যে দুইজন হুরিয়াত নেতা এবং একজন মজলিশ-ই-শুরা সদস্য। পুলিশ জানায়, হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি ভারতীয় নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত হওয়ার পর ভারতবিরোধী প্রচার চালানোয় এবং বিক্ষোভে উস্কানি দেওয়ায় তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া আরও ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন