শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

পানির জন্য আলেপ্পোয় হাহাকার

ডসরিয়ায় নতুন কওে সৃষ্ট সংঘাতে শঙ্কিত জাতিসংঘ মহাসচিব

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আলেপ্পোতে সিরীয় বাহিনীর তীব্র বিমান হামলার মধ্যে নগরীর পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ায় সেখানে আটকা পড়া প্রায় ২০ লাখ মানুষ দূষিত পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। ব্যাপকভাবে বাড়ছে পানিবাহিত রোগের সম্ভাবনা। তাই দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি ছাড়া সিরিয়াকে কোনোভাবেই বাঁচানো সম্ভব নয় বলে আশঙ্কা আন্তর্জাতিক কূটনীতিক মহলের। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়, গত শুক্রবারের প্রচ- বিমান হামলার কারণে আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় পানি সরবরাহকারী ক্ষতিগ্রস্ত পাম্পের মেরামত কাজ করা সম্ভব হয়নি। আলেপ্পোর বাকি অংশে পানি সরবরাহকারী পাম্পটিও বন্ধ রয়েছে। গত সোমবার যুদ্ধবিরতি শেষ হওয়ার পর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় অভিযান পরিচালনার ঘোষণা দেয় সিরীয় বাহিনী। ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সিরীয় ও রুশ বিমান থেকে ব্যাপক বোমাবর্ষণ শুরু হয়। গত শনিবারও প্রচ- বোম বর্ষণ হয়েছে। এসব হামলায় শতাধিক মানুষ নিহত হয় । এদিকে, সিরিয়ার আলেপ্পো শহরে সামরিক সংঘাত তীব্রতর হওয়ায় জাতিসংঘ মহাসচিব বান কি মুন শঙ্কিত। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিচ বলেন, আলেপ্পোয় বিমান হামলাসহ অন্যান্য হামলার খবরে বান কি মুন শঙ্কিত। গত সপ্তাহে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর সিরিয়ার সরকার আলেপ্পো শহরে বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় বিমান হামলা জোরদার করে। এতে ব্যাপক হতাহতের খবর পাওয়া যাচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের অনুরোধে আজ সকালে নিউইয়র্কে বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। জাতিসংঘ বলছে, আলেপ্পোয় হামলার কারণে সেখানে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে শহরের প্রায় ২০ লাখ মানুষ চরম পানিসংকটে ভুগছে। অন্যদিকে, ইউনিসেফের উপপরিচালক জাস্টিন ফরসিথ বিবিসিকে বলেন, আলেপ্পো ধীরে ধীরে মারা যাচ্ছে এবং বিশ্ব সেটা তাকিয়ে দেখছে। সেখানে পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে এবং প্রচ- বোমাবর্ষণ চলছে-সেখানে সংগঠিত সাম্প্রতিক নিুর আচরণ এটি। ইউনিসেফের মুখপাত্র কাইরন ডয়ার বিবিসিকে বলেন, পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় আলেপ্পোর বাসিন্দাদের উপর চরম দুর্দশা নেমে আসতে পারে। কারণ আলেপ্পোবাসীরা এখন দূষিত পানি সংগ্রহ করা শুরু করেছে, এতে সেখানে পানিবাহিত রোগ মহামারি আকার ধারণ করার ঝুঁকি দেখা দিয়েছে। উভয় পক্ষই পানিকে যুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বৃহস্পতিবারের বিমান হামলায় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় পানি সরবরাহের পাম্পটি ক্ষতিগ্রস্ত হয়। বিমান হামলা অব্যাহত থাকায় সেটি মেরামত করা সম্ভব হচ্ছে না। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন