শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ইউপি সচিবের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা

সুন্দরগঞ্জ উপজেলার ৮নং ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ সচিবের আর্থিক দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে ইউপি সদস্য ও এলাকাবাসী। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় ধোপাডাঙ্গা ইউপি কার্যালয়ের সামনে সুন্দরগঞ্জ-গাইবান্ধা রোডে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে ইউপি সচিব হাফিজার রহমানের দুর্নীতির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে বক্তব্য দেন ইউপি সদস্য মমতাজ আলী, আতোয়ার রহমান ও ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আঃ মালেক বাবলু। বক্তারা জানান, ২০১৫-১৬ অর্থ বছরের এলজিএসপি-২ এর ১ম ও ২য় পর্যায়ের বরাদ্দকৃত অর্থের ১৫টি প্রকল্পের পুরোপুরি কাজ না করে সচিব টাকা আত্মসাত করেছেন। প্রকল্প গুলো হচ্ছে মাল্টিমিডিয়া ক্লাশ রুমের যন্ত্রাংশ ক্রয়, ল্যাট্রিন ও নলকূপ স্থাপন, বিভিন্ন বিদ্যালয়ের আসবাবপত্র সরবরাহ, কালভার্ট, ইউড্রেন নির্মাণ, সৌর চালিত সেচপাম্প স্থাপন, বন্ধু চুলা স্থাপন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের যন্ত্রাংশ ক্রয়সহ ১৫টি প্রকল্প।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন