শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বেলারুশের সাবেক প্রেসিডেন্ট প্রার্থীর ১৪ বছরের জেল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ১২:১৮ পিএম

পূর্ব ইউরোপে অবস্থিত বেলারুশের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী ভিক্টর বাবারিকোকে ১৪ বছর জেল দিয়েছে দেশটির আদালত। গতকাল মঙ্গলবার (৬ জুলাই) বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

যদিও ভিক্টর বাবারিকো তার বিরুদ্ধে আনিত দুর্নীতির দায় অস্বীকার করেছেন। পশ্চিমা দেশগুলো ও নির্বাসিত বিরোধীদলীয় নেতারা এ রায়ের নিন্দা জানিয়েছেন।
এর আগে গত জুনে ৫৭ বছর বয়সি এই নেতাকে আটক করা হয়েছিল। জনমত জরিপে তখন দেখা গেছিল যে প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে প্রবীণ নেতা আলেক্সান্ডার লুকাশাঙ্কোর চেয়ে তিনি এগিয়ে ছিলেন।

১৯৯৪ সাল থেকে ক্ষমতায় থাকা লাকাশাঙ্কো নির্বাচনে তিনি নিজেকে বিপুল ব্যবধানে বিজয়ি দাবি করেন। নতুন মেয়াদে ক্ষমতা দখল করলেও দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় বিক্ষোভের মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে তিনি নির্বাচনে কারচুপির অভিযোগ অস্বীকার করেন।
এদিকে মঙ্গলবারের এই রায় আসার আগে সাবেক বেলগাজপ্রোব্যাংকের প্রধান বাবারিকোর মিত্ররা বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সাজানো। সূত্র : রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন