শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঈশ্বরগঞ্জে কারেন্ট জাল জব্দ

৫হাজার টাকা জরিমানা

ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ জুলাই, ২০২১, ১:৫০ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধ কারেন্ট জাল রাখায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীকে ৫হাজার টাকা জরিমানা ও ২৮শ ফুট জাল জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে ওই জরিমানা করা হয়।

জানা যায়, উপজেলার পৌর বাজারের মারফত চেয়ারম্যান কমপ্লেক্সের নিচ তলায় মাহবুব নামের এক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত অবৈধ কারেন্ট জাল বেচাকেনা করে আসছে। এমন খবর পেয়ে বুধবার দুপুরে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সানোয়ার রাসেল অভিযানে যান।
এসময় মাহবুব নামের এক ব্যবসায়ীর দোকান থেকে ২৮ শ ফুট অবৈধ কারেন্ট জাল জব্দ করে এবং ব্যবসায়ী মাহবুবকে উপজেলা নির্বাহী অফিসারের কাছে নিয়ে যায়। পরে সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সানোয়ার রাসেল'র প্রসিকিউশনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন