শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

জামিন পেলেন ৭৩ হাজার আসামি

৫৫ দিনের ভার্চুয়াল শুনানি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুলাই, ২০২১, ১২:০০ এএম

চলতি বছরের ১২ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত অধস্তন আদালতের ভার্চুয়াল শুনানিতে ৭৩ হাজার আসামির জামিন মঞ্জুর হয়েছে।

গতকাল এ তথ্য জানান সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান। তিনি জানান, গত ১২ এপ্রিল হতে ৩০ জুন পর্যন্ত মোট ৫৫ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানির মাধ্যমে এক লাখ ৪৩ হাজার ৯৬১টি মামলায় জামিনের দরখাস্ত নিষ্পত্তি হয়। এর মধ্যে মোট ৭৩ হাজার ৭৫ জন হাজতি জামিন পেয়ে কারা মুক্ত হয়েছেন।

ব্যারিস্টার সাইফুর রহমান আরও জানান, ২০ জুন হতে ৩০ জুন পর্যন্ত শারীরিক উপস্থিতিতে সারাদেশে বিচারকাজ চলাকালীন কিছু কিছু জেলায় স্থানীয় বিধিনিষেধের কারণে ভার্চুয়াল আদালত পরিচালিত হয়। ওই সময় দেশের বিভিন্ন জেলার আদালতসমূহে ভার্চুয়াল শুনানিতে ৬ হাজার ৬৩১টি ফৌজদারি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়। আর তিন হাজার ৪২০ জন আসামি জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন