শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

ধারাবাহিক নাটক আস্থা

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : এনটিভিতে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক আস্থা। নাটকটি শনি ও রবিবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হচ্ছে। এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন আল মনসুর, সাজু খাদেম, কুসুম শিকদার, উর্মিলা শ্রাবন্তী কর, সাবিলা নুর, ইরফান সাজ্জাদ, শ্যামল মওলা, শামীমা নাজনীন, তানসুভা তিশা, নুসরাত ডায়না, আব্দুল্লাহ রানা, খালেকুজ্জামান, শেলি আহসান, আর আই রবিন. আখি আফরোজ, তুহিন, অপু প্রমুখ। ‘সায়না ও আয়ানের বিয়ে হয়েছে তিন বছর। চাকরীর সুবাদে থাকে চট্টগ্রাম। সায়নার দিন কাটে না সারাদিন বাসায় একা। আর আয়ান থাকে অফিসে। হঠাৎ একদিন ঢাকায় বদলি হয়ে যায় আয়ান। সায়না চায় আয়ান তার বাবা-মা, ভাই-বোনদের সাথে থেকে সংসারটা করলে ভালো হবে। কিন্তু আয়ান সেটা চায় না। এরই মধ্যে তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে ঢাকা থেকে বাবা মা ভাই বোন এসে হাজির হন আয়ানের বাসায়। আয়ানের ঢাকায় বদলির কথা শুনে সবাই খুব খুশি হয়। সবাই চায় ওরা ঢাকায় এসে নিজেদের বাড়িতেই উঠুক। চায় না কেবল আয়ানের মা আর আয়ান। তার কারণ কি শুধুমাত্র ছোট বোন ক্ল্যাপটোমেনিয়া রোগে আক্রান্ত সে জন্য নাকি আরও অন্যকিছু যা সায়না জানে না। সংসারে এক সাথে থাকতে গেলে কত নিয়ম রক্ষা যে করতে হয় সেটা জানে আয়ান বোঝে। তাই সে এড়িয়ে চলে ফ্যামেলি থেকে। এই বদলি তার জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন