শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

প্রকাশিত সংবাদ প্রসঙ্গে বিসিআইসি

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দৈনিক ইনকিলাব পত্রিকায় গত ২৩-০৯-২০১৬ তারিখে “ঝিনাইদহে বাফার গোডাউন থেকে হাজার হাজার বস্তা সার গায়েব” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতি বিসিআইসি কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। প্রকাশিত সংবাদের বিপরীতে বিসিআইসি’র বক্তব্য নি¤œরূপঃ ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলায় অবস্থিত বাফার গুদামটিতে ১৯৯৭-৯৮ অর্থ-বছর থেকে সার সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম শুরু করা হয়। এই দুগামের ধারণক্ষমতা ৮,০০০ মেঃ টন। কিন্তু ধারণক্ষমতার অতিরিক্ত সার মজুদ থাকায় ২০১১ সাল হতে উক্ত গুদামের সার গণনা করা সম্ভব হয়নি। ২০১৫-১৬ অর্থ-বছরে বিসিআইসি কর্তৃক গঠিত কমিটি শতভাগ গণনা করে ৫৪৭.৮৯ মেঃ টন সার কম পায়। ২০১১ থেকে ২০১৬-এর মধ্যে কোনো এক সময়ে এ ঘাটতি সংগঠিত হয়েছে এবং এর জন্য দায়ী কর্মকর্তাদের চিহ্নিত করার কাজ চলছে। ঘাটতির সময় এবং দায়ী কর্মকর্তা চিহ্নিত হওয়ার পর দায়ীদের নিকট থেকে ঘাটতিকৃত সারের মূল্য আদায়ের পদক্ষেপ দেয় হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন