শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

এমআইএসটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’তে (এমআইএসটি) ইলেকট্রিক্যাল, ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ক ৩ দিনব্যাপী শীর্ষক সম্মেলন গত শনিবার সন্ধ্যায় এমআইএসটি’র জেনারেল মোস্তাফিজ মাল্টিপারপাস হলে সমাপ্ত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ওই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান, শিল্পোদ্যোক্তা, প্রকৌশলী, শিক্ষার্থী এবং গবেষকদের সমন্বয়ে একটি সার্বজনীন ক্ষেত্র তৈরী হয়েছে যা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে নব উদ্ভাবন ও টেকসই উন্নয়নের নতুন দ্বার উন্মোচনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গঠনে বিশেষ অবদান রাখবে বলে আশা করা যায়। এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশসহ আমেরিকা, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া, জার্র্মানি, এবং নেপালের স্বনামধন্য বিশেষজ্ঞ এবং গবেষকগণ অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সার্বিক সহযোগিতায় এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, এই আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ২২ সেপ্টেম্বর, এমআইএসটির জেনারেল মোস্তাফিজ মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি। Ñআইএসপিআর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন