বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

প্রথমবারের মতো বাকৃবিতে ক্যারিয়ার ফেয়ার

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বাকৃবি সংবাদদাতা (ময়মনসিংহ) : প্রথমবারের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই দিনব্যাপী (২৫ ও ২৬ সেপ্টেম্বর) ক্যারিয়ার ফেয়ার শুরু হয়েছে। রোববার বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের করিডোরে ফিতা কেটে এই ফেয়ারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর। এদিকে সকাল ১০টার দিকে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে ক্যাটালিস্ট ও কনসিগলিরি প্রাইভেট লিমিটেডের (সিপিএম) অর্থায়নে এ ফেয়ারের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র-বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপাতিত্বে প্রধান অতিথি ছিলেন ভিসি অধ্যাপক ড. আলী আকবর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনজেন্টা বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি এইচআর বিজনেস পার্টনার মো. আমিনুল ইসলাম ও করপোরেট অ্যাফেয়ার্স লিড কৃষিবিদ এ.বি.এম. জিয়াউর রহমান। এসময় বিভিন্ন অনুষদের বিভিন্ন বর্ষের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কৃষি অনুষদের করিডোরে এসিআই, ব্র্যাক, নাফকো ও সিনজেন্টার মতো ১৬টি কৃষিভিত্তিক কোম্পানী নিজস্ব স্টল স্থাপন করেছে। স্টলগুলোর নির্দিষ্ট বক্সে শিক্ষার্থীরা তাদের জীবনবৃত্তান্ত জমা দিতে পারবেন। কোম্পানীগুলো প্রার্থীদের তালিকা প্রস্তুত করে তাৎক্ষণিক ভাইভা নিবেন ও চাকরিতে নিয়োগ দিবে। ক্যারিয়ার ফেয়ারের ২য় দিন বিশেষ অধিবেশনে চাকরির জন্য শিক্ষার্থীদের উপযুক্ত জীবনবৃত্তান্ত লেখা, মৌখিক পরীক্ষার কৌশল, যোগাযোগের দক্ষতা উন্নয়নের বিষয়ে বিশেষজ্ঞরা আলোচনা করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন