শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

বিদ্যুৎ ব্যবহারে সচেতন হতে হবে

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১০ জুলাই, ২০২১, ১২:০১ এএম

কারেন্ট শক খাওয়ার মতো দুর্ঘটনা আজকাল অহরহ ঘটছে। অনেক গ্রামেও এখন বিদ্যুৎ আছে। ফলে গ্রাম-শহর সবখানেই সমানতালে ব্যবহৃত হচ্ছে বিদ্যুৎ। কিন্তু অনেক মানুষ বিদ্যুৎ ব্যবহারে যথেষ্ট সচেতন নয়। ফলে ঘটছে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণহানি। বেশিরভাগ ছেলেমেয়ে মোবাইল চার্জে দিয়ে চালায়। আর সেকারণে মাল্টিপ্লাগ তাদের বেডের কাছেই রাখে। স্কুল-কলেজের হোস্টেলে এটা বেশি দেখা যায়। কেউ ফোনে কথা বলায় ব্যস্ত, কেউ ম্যাসেন্জারে চ্যাটিং। এমতাবস্থায় অন্য কোনো দিকে খেয়াল থাকে না। আর এই অসচেতনতার জন্যই মাল্টিপ্লাগের সাথে কোনো না কোনোভাবে শরীর কানেক্ট হয়ে যাচ্ছে। আর তখনই ঘটছে দুর্ঘটনা। তাই আমাদের এ বিষয়ে সচেতন হতে হবে। বিদ্যুৎ ব্যবহার সর্বদা সতর্কতার সাথে করতে হবে।

মেহেরুন ইসলাম
সিনিয়র স্টাফ নার্স, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন