বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কক্সবাজারে লকডাউনের নবম দিনে ১৮৪ জনকে জরিমানা

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২১, ৯:৩৯ পিএম

কঠোর লকডাউনের নবম দিনে কক্সবাজার জেলায় মোবাইল কোর্টের মাধ্যমে ১৮৪ জনের নিকট থেকে ১,৪৩,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পৃথক ৩২ টি অভিযানে মামলা হয়েছে ১৭১ টি। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজি মাহমুদুর রহমান এসব তথ্য জানিয়েছেন।

কঠোর লকডাউনে জরুরি সেবা দেয়া দপ্তর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, শপিংমল-দোকানপাট বন্ধ থাকলেও বিগত দিনগুলোর চেয়ে বৃহস্পতিবার ও শুক্রবার ছোটখাটো যানবাহন চলাচল চোখে পড়েছে। শহরে লকডাউনে কড়াকড়ি হলেও গ্রামের চিত্র ছিল ভিন্ন।

লকডাউন বাস্তবায়নে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছে সেনা বাহিনী, বিজিবি, পুলিশ, র‌্যাব, আনসার ব্যাটালিয়নসহ সরকারী অন্যান্য দপ্তরগুলো।

উল্লেখ্য, করোনা নিয়ন্ত্রণে গত ১ জুলাই থেকে সারাদেশে প্রথমে এক সপ্তাহের পরে আরো এক সপ্তাহ বাড়িয়ে কঠোর লকডাউন চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন