বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

উইম্বলডন জিতে ইতালির জন্য গলা ফাটাবেন বেরেত্তিনি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ১২:০২ এএম

অল ইংল্যান্ড টেনিস ক্লাব থেকে ওয়েম্বলি স্টেডিয়ামের দূরত্ব সড়ক পথে মাত্র এক ঘণ্টা। রোববার এক জায়গায় উইম্বলডনের পুরুষদের সিঙ্গলসের। অন্য স্টেডিয়াম সেজে উঠেছে ইউরো কাপের মহা ফাইনালের জন্য। দুটোতেই থাকছে ইতালির প্রতিনিধিত্ব। দেশটির প্রথম খেলোয়াড় হিসেবে সেন্টার কোর্টে ফাইনালে নামতে চলেছেন মাত্তেয়ো বেরেত্তিনি। প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। তেমনই আবার ইউরো ফাইনালে হ্যারি কেইনের ইংল্যান্ডের ইতিহাস গড়ার মাঝে দাঁড়িয়ে রয়েছে রবের্তো মানচিনির ইতালি। স্বভাবতই এতে উৎফুল্ল ২৫ বছর বয়সী এই টেনিস তারকা। নিজের জয় দিয়ে শুরু করে মানচিনিদের জয় দেখে শেষ করতে চান। জানিয়ে দিলেন, ইতালিয়দের জন্যই উইম্বলডন ফাইনাল জিততে চান। আর সে জয়ের পর ইউরো কাপ জেতার প্রার্থনা করবেন তিনি, ‘আপনারা সবাই আধুনিক মানের টেলিভিশন কিনে ফেলুন। কারণ রোববার (আজ) দিনটা ইতালিয়দের কাছে মনে রাখার মতো হতে চলেছে। যদি উইম্বলডনের কথা বলেন তাহলে বলতে বাধ্য হচ্ছি আমার উপর কেউ বাজি ধরেনি। তবে বাস্তব হল ইতালির এক যুবক সেন্টার কোর্টে নামতে চলেছে। আমি শুধু ফাইনাল খেলতে আসিনি। শেষ যুদ্ধটাও জিততে চাই। তাই সবাই দেশের জন্য, আমার জন্য গলা ফাটান। কারণ এটা আমাদের দেশের কাছে এক বিশেষ দিন। কঠোর পরিশ্রম করে আমাদের দেশ ইউরোর ফাইনালে। আর মাত্র এক ধাপ। আমার মতো অগণিত ইটালিয়র কাছে রোববার হল গর্ব করার দিন। তাই ইতালিয়দের জন্য উইম্বলডন জিতে ইউরো ফাইনালের জন্য চিৎকার করব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন