শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

এরদোগানের সঙ্গে ইস্তাম্বুলে ফিলিস্তিনি প্রসিডেন্টের রুদ্ধদ্বার বৈঠক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জুলাই, ২০২১, ১০:৩৮ এএম

বিভিন্ন ফিলিস্তিনি সংগঠনের মধ্যে সমন্বয় সাধন ও ফিলিস্তিনি নির্বাচন নিয়েও আলোচনার জন্য ফিলিস্তিনি প্রসিডেন্ট মাহমুদ আব্বাস তুরস্ক সফর করছেন।

এদিকে তুরস্কের ইস্তাম্বুলে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও ফিলিস্তিনি প্রসিডেন্ট মাহমুদ আব্বাস এক বৈঠকে মিলিত হয়েছেন। শনিবার তারা এ বৈঠকে মিলিত হন বলে তুরস্কের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। ইস্তাম্বুলের বাহাদেটিন প্যাভিলিয়নে এ রুদ্ধদ্বার বৈঠক হয়।


এর আগে শুক্রবার দেয়া এক বিবৃতিতে তুরস্কের জনসংযোগ কর্মকর্তা বলেন, ইস্তাম্বুলে তুরস্ক ও ফিলিস্তিনি প্রসিডেন্টের এ বৈঠককে দু’দেশের মধ্যকার সকল বিষয় আলোচনা করা হবে।

দু’দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি, ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতি ও ইসরাইল-ফিলিস্তিনি বর্তমান সঙ্ঘাত নিয়ে আলোচনা হবে বলে আগেই জানিয়েছিলেন তুর্কি জনসংযোগ কর্মকর্তা।

সূত্র : আনাদোলু এজেন্সি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Dadhack ১৩ জুলাই, ২০২১, ৯:৫৪ পিএম says : 0
Edrogan is meeting with Taghut, Murtard Palestine President cause Edrogan don't follow Qur'an and Sunnah.
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন