শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নাইজেরিয়ায় ডাকাতদের নৃশংসতায় নিহত ৪৫

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ১২:০২ এএম

নাইজেরিয়ার উত্তরপশ্চিমে ডাকাত দলের হামলায় কমপক্ষে ৪৫ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। বন্দুকধারীরা ফারু শহরে নৃশংস হত্যাকান্ড চালায়। প্রত্যক্ষদর্শী আবুবকর ইলিয়াসের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার শহরে শতাধিক মোটরবাইক নিয়ে সাধারণ মানুষের ওপর আক্রমণ চালায় সশস্ত্র ডাকাত দল। সেখানকার বাসিন্দা মুসা দান আওতা বলেন, বন্দুকধারীরা ৪৫ জনকে হত্যা করেছে। সরকারের ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানিয়েছেন, ‘নিরাপত্তা বাহিনী এবং স্থানীয়রা মিলে ২৯টি মৃতদেহের পাশাপাশি ১১ জনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে’। নাইজেরিয়ার উত্তরপশ্চিমে প্রায় সময় সংঘর্ষ, স্কুল শিক্ষার্থী অপহরণ ও হত্যার খবর পাওয়া যায়। এসব অধিকাংশ হামলার পেছনে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী বোকো হারাম জড়িত থাকে। কয়েকদিন আগেও একটি স্কুলে অভিযান চালিয়ে দেড় শতাধিক স্কুল শিক্ষার্থী অপহরণ করে। মুক্তি পণের দাবিতেই তারা এ ধরনের ঘটনা ঘটায়। যদিও অপহরণের শিকার হওয়া অনেকের কোনও সন্ধান পাওয়া যায়নি। নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী দীর্ঘদিন দেশটির জঙ্গিগোষ্ঠী দমনে লড়াই চালিয়ে গেলেও পরিস্থিতি বদলায়নি। রয়টার্স।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন