শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

দ্রুত টিকাদান নিশ্চিত করতে হবে

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ১২:০২ এএম

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ছুটিও বৃদ্ধি পায়। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদেরকে সুরক্ষার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে শিক্ষার্থীদেরকে শতভাগ টিকাদানের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়ও টিকা পাওয়ার তালিকার আওতাধীন। অথচ, তালিকায় নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ। এ নিয়ে হতাশায় নিমজ্জিত ঢাবি অধিভুক্ত সাত কলেজের সকল শিক্ষার্থী ও শিক্ষকরা। যেখানে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের হল ও ক্যাম্পাসে অবস্থানের পূর্বশর্ত হচ্ছে শতভাগ টিকা নিশ্চিত করা, সেখানে সাত কলেজের আবাসিক শিক্ষার্থীরা টিকা পাওয়ার তালিকায় নেই। তাছাড়া সাত কলেজের আবাসিক শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ৩০,০০০ এর মতো। এখন প্রশ্ন হচ্ছে সাত কলেজের এসব আবাসিক শিক্ষার্থীদের কী হবে? তারা কি টিকাদানের কর্মসূচির আওতায় থাকবে না? আশা করি, সাত কলেজ প্রশাসন দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাদের শিক্ষার্থীদেরকে টিকাদানের আওতায় আনবে।

মো. আকিব হোসাইন
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন