শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কক্সবাজারের সন্তান আ ফ ম ওয়াহীদুর রহমান হজ্বের খুতবার বাংলা অনুবাদক ও ভাষ্যকার মনোনীত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ৬:৫৬ পিএম

সৌদি আরবে এবারের হজ্বেও 'খুতবাতুল আরাফার' (হজ্বের খুতবার) বাংলা অনুবাদক ও ভাষ্যকার হিসেবে মনোনীত হয়েছেন কক্সবাজারের সন্তান আ ফ ম ওয়াহীদুর রহমান।


আ ফ ম ওয়াহীদুর রহমান কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া পূর্ব‌ বোমাঙখিল গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম মাওলানা ইসমাইল। তিনি বর্তমানে সৌদি আরবে মক্কা 'উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে' পিএইচ ডি গবেষণায় রত আছেন।

তিনি ১৯৯৮ সালে বাংলাদেশের প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে হাদিস বিভাগে কামিল ও ২০০০ সালে ঐতিহ্যবাহী মাদ্রাসা-ই-আলিয়া ঢাকা থেকে কামিল তাফসীর বিভাগে চমৎকার ফলাফল নিয়ে উত্তীর্ণ হন।

তিনি কক্সবাজারস্থ টেকনাফের সর্বোচ্চ বিদ্যাপীঠ রঙ্গিখালী দারুল উলুম মাদ্রাসা থেকে দাখিল এবং দক্ষিণ চট্টগ্রামের উম্মুল মাদারেস খ্যাত চুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে যথাক্রমে আলিম ও ফাজিল পরীক্ষায় সম্মানের সাথে উত্তীর্ণ হন।

তিনি ১৯৯৯--২০০৪ ইং সাল পর্যন্ত ঢাকা মোহাম্মদপুর গাউছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

জনাব আ ফ ম ওয়াহীদুর-রহমান রাজকীয় সৌদি সরকারের যুগান্তকারী পদক্ষেপ পৃথিবীর বিভিন্ন ভাষায় 'খুতবাতুল আরাফার' (হজ্বের খুতবা) সম্প্রচার প্রকল্পে বাংলা অনুবাদক ও ভাষ্যকার হিসেবে ২০২০ সাল থেকে নিযুক্ত হয়েছিলেন। অনুরূপভাবে ২০২১ সালের জন্যও পুনরায় দায়িত্ব প্রাপ্ত হয়েছেন তিনি।

আগামী ৯ জিলহজ্ব ঐতিহাসিক আরফা ময়দান বা হজ্বের মাঠ থেকে সৌদি বাদশার প্রতিনিধি আরবী ভাষায় হজ্বের যে খুতবা দেবেন তা পৃথিবীর বিভিন্ন ভাষায় সম্প্রচার করা হবে। আ ফ ম ওয়াহীদুর রহমানের সেই খুতবার অনুবাদ ও ভাষ্য বাংলায় সম্প্রচার করা হবে।

এছাড়াও তিনি মক্কায় ইসলামিক সেন্টারের একজন দা-ঈ হিসেবে বাংলা ভাষা ভাষীদের দাওয়াতি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

সৌদি সরকারের এই সিদ্ধান্তের বিষয়টি জনাব ওয়াহিদুর রহমান এই প্রতিবেদকের কাছে নিশ্চিত করেছেন।

আ ফ ম ওয়াহিদুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন কক্সবাজারস্থ আল কুরআন সোসাইটি। আল কুরআন সোসাইটির পরিচালক সাংবাদিক শামসুল হক শারেক এক বিবৃতিতে বলেন, পবিত্র হজ্বের খুতবার বাংলা অনুবাদক ও ভাষ্যকার হিসেবে কক্সবাজার এর সন্তান মনোনীত হওয়া মানে এটি গোটা কক্সবাজারবাসীর গৌরব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (8)
BELAL UDDIN ১৩ জুলাই, ২০২১, ৭:০৬ এএম says : 0
এটি কক্সবাজারবাসীর জন্য এক বিরাট সুখবর। মাওলানা আ.ফ.ম ওয়াহিদুর রহমান আমার পছন্দের একজন আলেম ও দা'ঈ। মহান আল্লাহ তাঁকে দীর্ঘ নেক হায়াত দান করুন। পাশাপাশি আরও বড় পরিসরে মুসলিম উম্মাহ'র খেদমতের সুযোগ মহান আল্লাহ তাঁকে দান করুন।
Total Reply(0)
BASHIR UDDIN ১৩ জুলাই, ২০২১, ৭:০৭ এএম says : 0
এটি কক্সবাজারবাসীর জন্য এক বিরাট সুখবর। মাওলানা আ.ফ.ম ওয়াহিদুর রহমান আমার পছন্দের একজন আলেম ও দা'ঈ। মহান আল্লাহ তাঁকে দীর্ঘ নেক হায়াত দান করুন। পাশাপাশি আরও বড় পরিসরে মুসলিম উম্মাহ'র খেদমতের সুযোগ মহান আল্লাহ তাঁকে দান করুন।
Total Reply(0)
Mukter Ahmed Nury ১৩ জুলাই, ২০২১, ১:৪৫ পিএম says : 0
আল্লাহ্ আপনাকে হেফাজতে রাখুন ।
Total Reply(0)
ASM Mokarrebur Rahman Nasim ১৩ জুলাই, ২০২১, ৩:৪২ পিএম says : 0
আলহামদুলিল্লাহ, মক্কায় গেলে ওয়াহিদ ভাইয়ের সাথে দেখা করবো ইনশাআল্লাহ।
Total Reply(0)
Kotub.uddin ১৩ জুলাই, ২০২১, ৮:৩৫ পিএম says : 0
শ্রদ্ধেয় মামা আ ফ ম ওয়াহিদুর রহমান আমাদের গৌরব, আল্লাহর কাছে দোয়া করি যেন ইসলামের প্রচার ও প্রসারে আরও এগিয়ে যেতে পারেন।
Total Reply(0)
মাওলানা ওয়াহিদুর রহমান সাহেব শুধু কক্সবাজাৱ নয় গোটা দেশ ও জাতীৱ জন্য গৌরব। সাথে সাথে ঢাকৱ ঐতিহ্যবাহি গাউছিয়া মাদৱাসাৱ জন্যও সুনামেৱ বিষয়। আল্লাহর কাছে দোয়া করি যেন দ্বীন প্রচার ও প্রসারে আরও এগিয়ে যেতে পারেন।
Total Reply(0)
মাওলানা ওয়াহিদুর রহমান সাহেব শুধু কক্সবাজাৱ নয় গোটা দেশ ও জাতীৱ জন্য গৌরব। সাথে সাথে ঢাকৱ ঐতিহ্যবাহি গাউছিয়া মাদৱাসাৱ জন্যও সুনামেৱ বিষয়। আল্লাহর কাছে দোয়া করি যেন দ্বীন প্রচার ও প্রসারে আরও এগিয়ে যেতে পারেন।
Total Reply(0)
ফরিদুল আলম ১৮ জুলাই, ২০২১, ৮:৩২ পিএম says : 0
জনাব আ ফ ম ওয়াহিদুর রহমান ভাই আমাদের গৌরব।আল্লাহর কাছে দোয়া করি ইসলামের প্রচার ও প্রসারে এগিয়ে যেতে পারেন।মহান আল্লাহ ওয়াহেদ ভাইকে দীর্ঘ নেক আমলে হেদায়েত দান করুক। আল্লাহ উনাকে হেফাজত করুক
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন