শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বগুড়ায় ডাকাতির ২১টি গরু সহ ২ ডাকাত গ্রেফতার

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২১, ৭:৩১ পিএম

ডাকাতি করে আনা ২১টি গরুসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে বগুড়ার গাবতলী থানার পুলিশ। গ্রেফতাকৃতরা হলো গাবতলীর উনচুরখী গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আব্দুল বারী ওরফে যুবরাজ (৪০) এবং একই গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে শাকিল আহস্মেদ (২০)।

রোববার দিবাগত রাত ২টার দিকে গাবতলী উপজেলার উনচুরখী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। সোমবার বিকেলে গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘটনার বিবরণ দিয়ে বলা হয় চট্টগ্রামের আলমগীর হোসেন (৪৩) নামের এক গরু ব্যবসায়ী উত্তর বঙ্গের বিভিন্ন হাট থেকে ১৬ লাখ টাকায় ২১টি গরু কিনেন। রোববার রাতে নীলফামারী থেকে ট্রাক যোগে (ঢাকা মেট্রো -ট-১৫-৭২০৭) গরু নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পথে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কালিতলা এলাকায় ১০-১২ জনের ডাকাতদল মহাসড়কে অপর একটি ট্রাক দিয়ে ব্যারিকেড দেয়। এরপর গরু বোঝাই ট্রাক থামিয়ে গরু ব্যবসায়ী আলমগীরকে মারপিট করে মহাসড়কে ফেলে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে রাত ২ টার দিকে গাবতলী থানার উনচুরখী এলাকায় ডাকাতি করা গরু ট্রাক থেকে নামানোর সময় টহল পুলিশের সন্দেহ হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে ট্রাকের ভিতরে বসে থাকা দুই জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ডাকাতি করা ২১টি গরু ও ট্রাক থানা হেফাজতে রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন