বিনোদন ডেস্ক : জনপ্রিয় নায়িকা শাবনূর কি তাহলে অঘোষিতভাবে চলচ্চিত্রকে বিদায় জানালেন? এমন প্রশ্ন চলচ্চিত্রে দীর্ঘদিন ধরেই ঘুরে ফিরছে। তবে তিনি যে সহসা চলচ্চিত্রে ফিরছেন না বা চলচ্চিত্র একপ্রকার ছেড়ে দিয়েছেন এমন আভাস দিলেন তার মা। শাবনূর এখন সন্তান নিয়ে অস্ট্রেলিয়া আছেন। দেশে ফিরতে ফিরতে তিন মাস বা তার বেশি সময় লেগে যেতে পারে বলে তার মা জানিয়েছেন। তিনি জানান, আগামী তিন মাস পরে শাবনূর দেশে ফিরতে পারে। আমি আগামী মাসে অস্ট্রেলিয়া যাব চিকিৎসার জন্য। সেখানে আমার প্রায় আড়াই মাস সময় লাগবে। আমার সঙ্গে সে দেশে ফিরবে। শীতের কিছুদিন দেশে এসে ঘুরে যেতে পারে সে। তিনি বলেন, শাবনূর তার ছেলেকে নিয়ে খুবই ব্যস্ত। তাকে নিয়েই তার পুরো সময় কাটে। ছোটবেলা থেকেই তার বাচ্চা অনেক পছন্দ। তার বোনের সন্তানকেও নিজে যতœ করে পালন করেছে। এখন নিজের সন্তানকে একমুহূর্তের জন্য চোখের আড়াল করতে চায় না। তার ধ্যানজ্ঞান সবই সন্তানকে ঘিরে। ফলে দেশে ফিরলেও সিনেমায় অভিনয় করবে কিনা, তা নিশ্চিত নয়। কারণ, নিজের দিকে তাকানোর সময় পাচ্ছে না ও। ফিটনেসেরও একটা ব্যাপার আছে। তাই আমার মনে হয়, সে আর ক্যামেরার সামনে দাঁড়াবে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন