মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

শিল্প ও ব্যবসায়ী কল্যাণ পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁ চেম্বর অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০১৬-২০১৮ মেয়াদের নির্বাচনে মোঃ ইকবাল শাহরিয়ার রাসেলের নেতৃত্বাধীন শিল্প ও ব্যবসায়ী কল্যাণ পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। ভোট গণনা শেষে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অ্যাড. পিযুষ কুমার সরকার রোববার বে-সরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেছেন। শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ব্যবসায়ীদের সংগঠন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সদস্যরা ভোট প্রদান করেন। মোট ১ হাজার ৮৭০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬৩০ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটে প্রতিদ্ব›িদ্ব বর্তমান সভাপতি মোহাম্মদ আলী দ্বীন-এর নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে হারিয়ে বর্তমান সিনিয়র সহ-সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের নেতৃত্বাধীন শিল্প ও ব্যবসায়ী কল্যাণ পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। বিজয়ী প্যানেলের নির্বাচিত ১৬ জন সদস্য হলেন ইকবাল শাহরিয়ার রাসেল (১২৪৩ ভোট), আলহাজ আহম্মদ আলী (১১৫১ ভোট), শ্রী অমিয় কুমার দাস (১০৪৪ ভোট), আলহাজ এম এ খালেক (১১৩৬ ভোট), এবিএম মোস্তাফিজুর রহমান চৌধুরী রুনু (৯৬৫ ভোট), শ্রী দীপক কুমার সরকার (৯৮৪ ভোট), মোঃ তৌফিকুল ইসলাম বাবু (১১৯৬ ভোট), মোস্তাফিজুর রহমান টুনু (১১২৭ ভোট), মোঃ সিরাজুল ইসলাম (১০৪০ ভোট), মোঃ মোতাহার হোসেন পলাশ (১১৬৮ ভোট), শেখ রুহুল আমিন আরমান (৯৩৬ ভোট), মোঃ মাহমুদ মোল্লা (১১১১ ভোট), মোঃ সাজেদুল আলম লালটু (১০৪৪ ভোট), মোঃ আবুল কালাম আজাদ (৯৩৭ ভোট), মোঃ ইফতেখারুল ইসলাম সজীব (১০৬৬ ভোট) এবং মোকতারুল হক সজিব (৯৮৪ ভোট)। অপরদিকে ট্রেড কোটায় সড়ক পরিবহন মালিক গ্রæপ থেকে সৈয়দ রেজাউল মোস্তফা কালিমী, ট্রাক পরিবহন মালিক গ্রæপ থেকে আবুল কালাম আজাদ এবং চাউল কল মালিক গ্রæপ থেকে মোঃ মোতালেব হোসেন তালুকদার বিনা প্রতিদ্ব›িদ্বতায় চেম্বারের সদস্য নির্বাচিত হয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন