সোমবার , ৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৫ যিলক্বদ ১৪৪৪ হিজরী

সারা বাংলার খবর

কটিয়াদীতে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা গায়েব

কটিয়াদী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ২:২৮ পিএম

কটিয়াদী উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর উপবৃত্তির টাকা উধাও হয়ে গেছে এমন অভিযোগ উঠেছে। উপবৃত্তি বিতরণ শুরু হওয়ার পর থেকেই অনেক অভিভাবক টাকা উত্তোলন করতে গেলে অটো পিন সেটআপ দেখায়। পরবর্তীতে পিন কোড পরিবর্তন করে অ্যাকাউন্টে ঢুকলেও ব্যালেন্স শূন্য দেখায়। আবার অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখলে দেখা যায়, উত্তোলনের তারিখ এবং টাকার পরিমাণ, আবার কত তারিখ কত টাকা উত্তোলন করা হয়েছে তাও দেখাচ্ছে। অথচ অভিভাবকরা বলছেন তারা কোনো টাকাই উত্তোলন করেননি। নগদের হেল্প লাইনে ফোন দিলে তারা ফোন রিসিভ করেন না। পাইকশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদ কামাল জানান, আমার বিদ্যালয়ের প্রায় ৩০% শিক্ষার্থীর উপবৃত্তির টাকা উধাও হয়ে গেছে। অভিভাবকের মোবাইল নাম্বারে নগদ অ্যাকাউন্ট খোলা হয়। অ্যাকাউন্টে টাকা এলে তারা টাকা উত্তোলন করতে গেলে অটো পিন সেটআপ এবং টাকা উত্তোলনের তারিখ দেখায়।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন