শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সাভারে তৈরি হচ্ছে ওয়ালটন ও যমুনা ইলেকট্রনিকসের নামে নকল পণ্য

প্রকাশের সময় : ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, সাভার থেকে : ঢাকার সাভারে ওয়ালটন ও যমুনা ইলেকট্রনিকসের নাম ব্যবহার করে তৈরি করা হচ্ছে ভোল্ট স্ট্যাবিলাইজার ও আইপিএস। আর এসব নামী-দামি কোম্পানির নকল সামগ্রী কিনে প্রতারিত হচ্ছেন সাধারণ গ্রাহকরা।
সোমবার সাভার পৌর এলাকার দক্ষিণ বক্তারপুর এলাকায় ‘মাদার কর্পোরেশন’ নামের ওই নকল কারখানার সন্ধান পাওয়া যায়।
কারখানাটিতে ছোট ছোট শিশু শ্রমিকদের ঝুঁকিপূর্ণভাবে কাজ করতে দেখা গেছে। যেকোনো সময় ওই কারখানায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা করছেন স্থানীয়রা।
কারখানাটির শিশু শ্রমিক আলেক মিয়া জানায়, গত দেড় বছর আগে মাদার কর্পোরেশন নামের ফ্রিজের ভোল্ট স্ট্যাবিলাইজার তৈরির কারখানাটি চালু করেন এনামুল হক শামীম ও আসাদুজ্জামান সোহাগ নামের দুই ব্যক্তি। ওই কারখানাটিতে ঝুঁকিপূর্ণভাবে প্রায় ১৫ জন শিশু শ্রমিক কাজ করে। শ্রমিকরা ওই নকল কারখানায় ফ্রিজের ভোল্ট স্ট্যাবিলাইজার তৈরি করে নামী-দামি কোম্পানি ওয়ালটন ও যমুনা ইলেকট্রনিকসের মোড়কে ভরে তা বিভিন্ন শোরুমে বিক্রি করেন।
সাধারণ ক্রেতারা ওয়ালটন ও যমুনার পণ্য মনে করে তা কিনে নেন। সকাল ৯টা থেকে প্রতিদিন সন্ধ্যা ৭টা পর্যন্ত কাজ চলে এ কারখানায়।
নকল পণ্য তৈরির কারখানা মাদার কর্পোরেশনের মালিক এনামুল হক শামীম নামী-দামি কোম্পানি ওয়ালটন ও যমুনা ইলেকট্রনিকসের নাম ব্যবহার করে নকল পণ্য তৈরি করার কথা স্বীকার করে বলেন, তাদের নাম ব্যবহার করা অপরাধ। তবে বিভিন্ন শোরুমের মালিকরা আমাদের কাছে স্ট্যাবিলাইজার ও আইপিএস তৈরির অর্ডার দেয় আমরা তৈরি করে দেই। তবে কোন কোন শোরুমের মালিক তৈরির অর্ডার দিয়েছে জানতে চাইলে তিনি তা বলতে পারেননি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন