শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

পররাষ্ট্রনীতির ব্যর্থতায় রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না : ড. মঈন খান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০২১, ৭:৩২ পিএম

ড. মঈন খান : ফাইল ছবি


বাংলাদেশ সরকারের পররাষ্ট্রনীতির ব্যর্থতার কারণেই রোহিঙ্গা সমস্যার সমাধান হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। আজ মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মঈন খান প্রশ্ন রেখে বলেন, ‘রোহিঙ্গা সমস্যা আমরা কেন সমাধান করতে পারছি না। যদি আমি সবার সঙ্গে বন্ধুত্বই করি, কারো সঙ্গে শত্রুতা নয়, তাহলে কেনো সবাই আমাদের শত্রু হয়ে গেল?’

সাউথ এশিয়া ইউথ ফর পিস অ্যান্ড প্রোসপারিটি সোসাইটির (এসএওয়াইপিপিএস) উদ্যোগে ‘বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক : বিআরআই (বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ) অথবা কোয়াড (কোয়াড্রাল্যাটেরাল সিকিউরিটি ডায়ালগ)’ শীর্ষক এই ভার্চুয়াল আলোচনা সভা হয়। মঈন খান আরও বলেন, ‘বাংলাদেশের দুর্ভাগ্য যে, আমাদের সত্যিকার বন্ধু একটি রাষ্ট্র। পৃথিবীর ২০০ রাষ্ট্রের মধ্যে একটি রাষ্ট্র আজ আমাদের সত্যিকার বন্ধু- কথাটি সত্য। তাহলে আমার এই যে পররাষ্ট্রনীতি- সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়, তা এই ৫০ বছরে আমাদের কী ফল দিল?’ সাবেক মন্ত্রী আবদুল মঈন খান বলেন, ‘চীন, ভারত ও পশ্চিমা শক্তির কারণে এই রোহিঙ্গার সমস্যাটি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আমার কথা হচ্ছে, রোহিঙ্গা সমস্যা আগেও দুই দুই বার বাংলাদেশে এসেছিল। আমরা তো সেই সমস্যাটির সমাধান করেছি। এবার কেন পারছি না?’

আবদুল মঈন খান বলেন, ‘আজকের সরকার বক্তব্য দিচ্ছে, গণতন্ত্র পরে উন্নয়ন আগে। এ নীতিতে আমরা একমত হইনি। এ নীতিতে একমত হলে আমাদের পাকিস্তান থেকে আলাদা হয়ে ভিন্ন রাষ্ট্র করার কোনো কারণ থাকতে পারে না।’ তিনি আরও বলেন, ‘আমরা এ নীতিতে বিশ্বাসী- গণতন্ত্র ও উন্নয়ন হাত ধরাধরি করে পাশাপাশি চলাচল করবে। এ কথা জোর দিয়ে দেশের সাধারণ মানুষের জন্য সত্যে পরিণত করতে যদি না পারি তাহলে স্বাধীনতা, উন্নয়ন যা কিছুই বলুন সব কিছু অর্থহীন।’

এসএওয়াইপিপিএসের চেয়ারম্যান ড. সাজিদুল হকের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বিমান বাহিনীর সাবেক প্রধান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক দিলারা চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত এম সিরাজুল ইসলাম, বিএনপির ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার সারোয়ার হোসেন, সাংবাদিক এবিএম শামসুদ্দোজা প্রমুখ বক্তব্য রাখেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন