বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন শের বাহাদুর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ১২:০২ এএম

নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন শের বাহাদুর দিউবা। সোমবার দেশটির সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ শের বাহাদুরকে দুদিনের মধ্যে প্রধানমন্ত্রী পদে শপথ নেয়ার নির্দেশ দিয়েছেন। নেপালের সুপ্রিম কোর্টের কর্মকর্তা দেবেন্দ্র ধাকাল বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়ে বলেন, আদালতের আদেশ অনুযায়ী, ‘মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে শের বাহাদুরকে প্রধানমন্ত্রীর দপ্তরের দায়িত্ব নিতে হবে এবং আগামী সাত দিনের মধ্যে একটি নতুন সরকার গঠন করতে হবে।’ শের বাহাদুরকে প্রধানমন্ত্রী করতে চেয়ে প্রেসিডেন্টের কাছে ১৪৯ জন এমপির একটি পিটিশন পাঠানো হয়েছিল। সেখানে নেপাল কংগ্রেসের নেতা শের বাহাদুরকে সমর্থন করেছিলেন অধিকাংশ সংসদ সদস্য। সেই পিটিশন খারিজ করে ওলিকেই প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালাতে নির্দেশ দেন প্রেসিডেন্ট। এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সংসদ সদস্যরা। এর আগে চারবার প্রধানমন্ত্রী হলেও কোনোবারই পূর্ণ সময়ের জন্য পদে থাকেননি শের বাহাদুর। ১৯৯৫ সালের সেপ্টেম্বর মাসে প্রথম নেপালের প্রধানমন্ত্রী হন শের বাহাদুর। তবে তার মেয়াদের স্থায়িত্ব ছিল দেড় বছর। এরপর ২০০১ সালের আগস্ট থেকে ২০০২ সালের অক্টোবর অবধি তিনি দ্বিতীয়বার দেশটির প্রধানমন্ত্রী হন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হন ২০০৪ সালের জুন মাসে। ১০ মাস পর তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেন রাজা জ্ঞানেন্দ্র শাহ। ১২ বছর পর ২০১৭ সালে চতুর্থবার নেপালের প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। রয়টার্স।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন