বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পরলোকে সাবেক নেপালী প্রধানমন্ত্রী সুশীল কৈরালা

প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট সুশীল কৈরালা নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার নিজ বাসভবনে পরলোক গমন করেছেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। নেপালি কংগ্রেসের জেনারেল সেক্রেটারি প্রকাশ মানসিং জানান, রাজধানী কাঠমান্ডুর নিকটস্থ মাহারাজগঞ্জের বাসভবনে স্থানীয় সময় রাত ১২.৫০ মিনিটে কৈরালা মারা যান। তিনি কিছুদিন আগে ফুসফুস ক্যান্সারের সফল চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন এবং গতবছরের সেপ্টেম্বরে নেপালি সংবিধান পুনর্গঠনে অংশ গ্রহণ করেন। কৈরালা ক্রণিক অবস্ট্রাকটিভ রোগে আক্রান্ত হয়ে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। তার লাশ কাঠমান্ডুতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেয়া হবে এবং সেখানে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করবে বলে জানা গেছে। কৈরালা ২০১৪ সালে নেপালের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। তিনি ১৯৩৯ সালে ভারতের বারানসে জন্মগ্রহণ করেন। ১৯৫৪ সালে রাজনীতিতে সক্রিয় হন তিনি এবং ১৯৬০ সালে রাজপরিবার ক্ষমতাগ্রহণের পরে প্রায় ১৬ বছর রাজনৈতিক নির্বাসনে ভারতে অবস্থান করেন। খবরে বলা হয়, নেপালের রাজনীতিতে প্রভাবশালী কৈরালা পরিবারে ১৯৩৯ সালের ১২ অগাস্ট সুশীলের জন্ম। তার চাচাতো ভাইদের মধ্যে মাতৃকা প্রসাদ কৈরালা, গিরিজা প্রসাদ কৈরালা ও বিশ্বেশ্বর প্রসাদ কৈরালাও দেশের প্রধানমন্ত্রী ছিলেন। গত শতকের ষাটের দশকের শুরুতে রাজা নেপালের ক্ষমতা নেয়ার পর দীর্ঘ ১৬ বছর রাজনৈতিক নির্বাসনে কাটাতে হয় সুশীল কৈরালাকে। দ্য হিন্দু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন