মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

লকডাইনের শেষ মুর্হুতে সিলেটের রাস্তাঘাটে মানুষের ভীড়, চলছে গাড়ি

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০২১, ৭:৪১ পিএম

টানা ১৪ দিনের কঠোর বিধিনিষেধের শেষ দিন আজ বুধবার (১৪ জুলাই)। আজ মধ্যরাত থেকে শুরু হবে নতুন নির্দেশনার ৭ দিন। এই ৭ দিনে স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন, দোকানপাট খুলবে। এদিকে, ‘কঠোর লকডাউন’ শেষ হওয়ার আগেই (শেষের দিন) সিলেটের সড়কগুলোতে রিকশা, মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের সংখ্যা বেড়েছে নগরীতে। এমনকি স্বাভাবিক দিনের মতো যানজটের দৃশ্য দেখা গেছে নগরীতে। অলিগলিতে খুলেছে দোকানপাট। উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বেরিয়ে পড়েছেন বাইরে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চলমান বিধিনিষেধ ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিথিল করেছে সরকার। কিন্তু ১৪ দিনের কঠোর বিধিনিষেধের শেষ দিন আজ মানুষের বেশ ভিড় দেখা গেছে সিলেটে সড়কে। দুপুরের দিকে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে দেখা গেছে, লকডাউনের বিগত দিনগুলোর তুলনায় রাস্তায় যানবাহন নেমেছে বেশি সংখ্যক। লোকজন নানা জরুরি প্রয়োজনের অজুহাত দেখিয়ে রাস্তায় বের হওয়ার কথা জানাচ্ছেন। নগরীর বন্দরবাজার ও জিন্দাবাজারে অন্যান্য স্বাভাবিক দিনের মতো মানুষের ভিড় দেখা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন